ভারত না খেললে কপাল খুলবে শ্রীলঙ্কার!
১৫ জুলাই ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১২:১২ এএম
পাকিস্তানে খেলতে যাবে তো ভারত? আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এ প্রশ্নের উত্তর খুঁজছে দুই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি। গত বছর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আগেও একই আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনালসহ ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়।
এবারও আলোচনায় আছে হাইব্রিড মডেল, সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান অবশ্য নিজেদের ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট হবে ধরেই খসড়া সূচি করেছে। সেই অনুযায়ী, ভারতের সব কটি খেলা হবে লাহোরে। নিরাপত্তার ঝুঁকি এড়াতেই ভারতের সব কটি ম্যাচ এক ভেন্যুতে রাখতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন পাকিস্তান তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দিকে। আর বিসিসিআই আছে ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। ভারত সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানে যাওয়ার অনুমোদন না দেয় (এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি), আর সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে বহাল থাকে, তাহলে রোহিত শর্মাদের টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।
সে ক্ষেত্রে কী হবে? আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কি সাত দল নিয়ে হবে? না। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। গত বছর ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ ৮ দল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছে। বিশ্বকাপে নবম দল ছিল শ্রীলঙ্কা। ভারত টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে শ্রীলঙ্কার কপাল খুলে যাবে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে একক আয়োজক হিসেবে পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্ট। এর আগে ১৯৯৬ ও ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করে পাকিস্তান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশের সঙ্গে স্বাগতিক দেশ ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
ভারত পাকিস্তানের মাটিতে সর্বশেষ সফর করেছে ২০০৮ সালের এশিয়া কাপে। দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খুঁজতে যেতে হবে ২০১৩ সালে। সেবার পাকিস্তান দল তিনটি ওয়ানডে খেলতে ভারত সফর করেছিল। এর পর থেকে ভারত-পাকিস্তান আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বাইরে ম্যাচ খেলছে না। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখায় পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের সেই ম্যাচ। এরপর কোন ভেন্যুতে হবে ভারত-পাকিস্তান মহারণ, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ