দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট নিরুত্তাপ ড্র
১২ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ০৯:১২ এএম
প্রথমে মারমুখী ব্যাটিং এরপর আঁটসাঁট বোলিং- কিন্তু কোনো ভাবেই ম্যাচের ফল বের করতে পারল না দক্ষিণ আফ্রিকা। আলিক আথাঞ্জির ব্যাটিং দৃঢ়তায় ত্রিনিদাদ টেস্ট ড্র করল ওয়েস্ট ইন্ডিজ।
পোর্ট অব স্পেনে বিনা উইকেটে ৩০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা লাঞ্চের আগেই ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের সামলে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান। ৫ উইকেটে ক্যারীবিয়দের রান যখন ২০১ তখন ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
ম্যাচের বড় একটা সময় কেড়ে নেয় বেরসিক বৃষ্টি। এদিন অবশ্য বৃষ্টির উৎপাত ছিল অন্যদিনের চেয়ে কম। লাঞ্চের আগে-পরে কিছুটা সময় বন্ধ ছিল খেলা।
দক্ষিণ আফ্রিকার দিনের শুরুটা ছিল দারুণ। টনি ডি জর্জি ও এডেন মার্করামের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ১৬তম ওভারে ৭৮ রানে। ৬০ বলে ৪৫ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ডি জর্জি। খানিক পর আইট হন মার্করাম (৪৮ বলে ৩৮)। তবে তিনে নামা ট্রিস্টান স্টাবস এসেই মারমুখী ব্যাটিং শুরু করেন। ২৯তম ওভারের শেষ বলে কেমার রোচের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫০ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬৮ রান। এরপরই ইনিংস ঘোষণা করে প্রটিয়ারা।
বলে হাতেও সফরকারী দলটির শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (৩ বলে ০) ফেরান কেশভ মহারাজ। খানিক পরে ফেরেন আরেক ওপেনার কাইল মেয়ার্স (২৫ বলে ৯)।
এরপর তিনটি জুটিতে নেতৃত্ব দিয়ে দলকে নিরাপদ আশ্রয়ে নেন আথাঞ্জি। প্রথমে কেসি কার্টির সাথে গড়েন ৫৩ বলে ৪৬ রানের জুটি। এরপর কাভিম হজকে নিয়ে ১০৫ বলে ৬৩, তারপর জেসন হোল্ডারকে নিয়ে ১১২ বলে ৬৫ রানের জুটিতে নেতৃত্ব দেন আথাঞ্জি।
পঞ্চম ব্যাটার হিসেবে আথাঞ্জি যখন ফেরেন তখন দল নিরাপদ আশ্রয়ে। ৮ রানের জন্য ক্যারিয়ারের প্রথম শতক হাতছাড়া হয় চারে নামা এই ব্যাটারের।
কার্টি করেন ৫৪ বলে ৩১, হজের ব্যাট থেকে আসে ৫৫ বলে ২৯। তিনজনই মহারাজের শিকার। ৭৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন হোল্ডার।
প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেওয়া মহারাজ এবারও নেন ৪ উইকেট, ৮৮ রানে। ম্যাচসেরাও হয়েছেন এই অফ স্পিনার।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, গায়ানায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা