ভারতকে কোনো প্রস্তাবই দেয়নি বাংলাদেশ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করা হয়নি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিসিবি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে আয়োজনের অনুরোধ করেছে এবং তারা সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত জয় শাহর মন্তব্য, ‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই—এমন ধারণা আমি দিতে চাই না।’
ভারতের আরেক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই অফিসে টাইমস গ্রুপের সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয়ে কথা বলেন জয় শাহ। ক্রিকবাজ ও ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, বিসিসিআইকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করেছে আইসিসি। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে জয় শাহর সঙ্গে আলাপচারিতায় এ প্রশ্ন তোলা হয়েছিল। আর এই রাজনৈতিক অস্থিরতার কারণেই ৫ আগস্ট জানা গিয়েছিল, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি। তখন বিকল্প দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের নামও উঠে এসেছে। সেই ধারাবাহিকতায়ই বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে আইসিসি। গতকাল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই কার্যালয়ে গিয়ে এই কথা জানান বিসিসিআই সচিব জয় শাহ। আইসিসিকে ফিরিয়ে দেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি, ‘তারা (আইসিসি) আমাদের জিজ্ঞেস করেছিল, আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব কি না। আমি স্পষ্টভাবে না করে দিয়েছি। আমাদের তখনও (অক্টোবরে) বর্ষাকাল থাকবে। এছাড়া আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। তাই এমন কোনো বার্তা দিতে চাই না যে, পরপর দুই বছর আমরা বিশ্বকাপ আয়োজন করতে চাই।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবিতেও চলছে নানান আলোচনা। এরই মধ্যে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি ও বেশ কয়েকজন পরিচালক। বিশ্বকাপ আয়োজন ও এই সংক্রান্ত নানা কিছু নিয়ে আলোচনা করতে গতকাল আবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যান নিজাম উদ্দিন। মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে আলোচনা করেন বিসিবির প্রধান নির্বাহী। পরে ভারতকে বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব নিয়ে বিসিবি যে বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করেনি, তা গতকাল জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।’
৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দল নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেয়েদের আসন্ন বিশ্বকাপ আয়োজন হবে বলে জানা গেছে। ১০ দল নিয়ে অক্টোবরের ৩ তারিখ থেকে বৈশ্বিক এই প্রতিযোগিতা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ভেন্যু নিয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে চলতি মাসের ২০ তারিখ। তবে নিরাপত্তা শঙ্কার কথা অবশ্য মাথায় রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত রোববার নতুন দায়িত্বে প্রথম দিন এই বিষয়ে আলোচনা করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরে সংবাদমাধ্যমে আসিফ নিশ্চিত করেন, বিশ্বকাপ আয়োজনে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেবে তার মন্ত্রণালয়।
মেয়েদের ক্রিকেটে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সুখবরই তখন পেতে চাইবে বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালে এদেশে মেয়েদের টি-টোয়েন্টির বৈশ্বিক আসর বসেছিল। ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন