গায়ানায় প্রথম দিনেই ১৭ উইকেটের পতন
১৬ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম
১৩ বছর পর টেস্ট ক্রিকেট ফিরল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিনেই দাপট দেখিয়েছে পেসাররা। এক দিনেই পড়েছে ১৭ উইকেট।
শামার জোসেফের বোলিং তোপে বৃহস্পতিবার প্রথমে ১৬০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে ৭ উইকেটে ৯৭ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফ নেন ৫ উইকেট।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে ১ রানে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেইডেন সিলেস।
১১তম ওভারে জোড়া আঘাত হানেন ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট খেলতে নামা জোসেফ। আরেক ওপেনার আইডেন মার্করামকে ১৪ ও অধিনায়ক তেম্বা বাভুমাকে খালি হাতে বিদায় দেন জোসেফ।
শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও চতুর্থ উইকেটে ৩৭ রানের বেশি যোগ করতে পারেননি ট্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহাম। ২৬ রান করা স্টাবকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন পেসার জেসন হোল্ডার।
স্টাবসের আউটের পর জোসেফ ও সিলেসের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৭ রানে নবম ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এসময় বেডিংহামকে ২৮, কাইল ভেরেনিকে ২১ ও কেশব মহারাজকে শূন্যতে বিদায় দেন জোসেফ। এর সুবাদে ৬ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।
১শ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে লজ্জা থেকে উদ্ধার করেন শেষ দুই ব্যাটার ডেন পিৎ ও নান্দ্রে বার্গার। শেষ উইকেট জুটিতে ১০৭ বলে ৬৩ রান যোগ করেন দু’জনে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতির বলে বার্গার ২৩ রানে আউট হলে ১৬০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভার করে বল করে জোসেফ ৩৩ রানে ৫ এবং সিলেস ৪৫ রানে ৩ উইকেট নেন।
চা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। মিখাইল লুইসকে খালি হাতে বিদায় করেন দক্ষিণ আফ্রিকার পেসার বার্গার। ৩ রানে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে থামান আরেক পেসার ওয়াইন মুল্ডার।
শুরুতে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডারে ধস নামান মুল্ডার। অ্যালিক অ্যাথিনাজেকে ১, কেভম হজকে ৪ ও জশুয়া ডা সিলভাকে ৪ রানে শিকার করেন তিনি।
সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াই করার চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টি। তাকে ২৬ রানে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ৫৬ রানে পরিণত করেন বার্গার। এ অবস্থায় সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হোল্ডার ও মোতি। জুটিতে ৪১ রান যোগ হবার পর মোতিকে ১১ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মহারাজ। মোতির আউটের পর দিনের খেলার ইতি ঘটে।
৬টি চারে ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডার। দক্ষিণ আফ্রিকার মুল্ডার ১৮ রানে ৪টি ও বার্গার ৩২ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৬০ (মার্করাম ১৪, ডি জর্জি ১, স্টাবস ২৬, বাভুমা ০, বেডিংহ্যাম ২৮, ভেরেইনা ২১, মুল্ডার ০, মহারাজ ০, রাবাদা ০, পিট ৩৮*, বার্গার ২৩; হোল্ডার ১২-৪-২৬-১, সিলস ১৪-৩-৪৫-৩, জোসেফ ১৪-৪-৩৩-৫, ওয়ারিক্যান ৮-১-১৯-০, মোটি ৬-১-২৮-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮.২ ওভারে ৯৭/৭ (ব্র্যাথওয়েট ৩, লুই ০, কার্টি ২৬, আথানেজ ১, হজ ৪, হোল্ডার ৩৩*, জশুয়া ৪, মোটি ১১; রাবাদা ১১-৩-২৬-০, বার্গার ৭-১-৩২-২, মুল্ডার ৬-২-১৮-৪, মহারাজ ৪.২.১-৬-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন