পাকিস্তান দলে বিশেষজ্ঞ স্পিনার দুজন: গিলেস্পি
১৬ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে দুই বিশেষজ্ঞ স্পিনার আছেন বলে জানিয়েছেন পাকদের অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পি। আবরার আহমেদের সাথে অলরাউন্ডার আগা সালমানকেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দাবি করছেন তিনি। তার মতে, সালমানকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে পাঁচ পেসারের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাখা হয়েছে আবরারকে। পাকিস্তান সংবাদ মাধ্যমের একটি সূত্র বলছে, দুই টেস্টেই উইকেট থেকে সুবিধা পাবে পেসাররা। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির উইকেটেও ঘাস থাকবে। যা পেসারদের জন্য সহায়ক হবে।
প্রথম টেস্টে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজার সাথে চতুর্থ পেসার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন আমির জামাল বা খুররম শেহজাদের মধ্যে কেউ। স্পিন বিভাগে আবরারের সাথে থাকবেন সালমান।
উইকেট নিয়ে আবরার বলেন, ‘রাওয়ালপিন্ডিতে ঘাসযুক্ত পিচ প্রস্তুত করা হচ্ছে। কায়েদ-ই-আজম ট্রফিতে ঘাসের পিচে উইকেট পেয়েছি আমি।’
আবরারের সাথে সালমানকেও বিশেষজ্ঞ স্পিনার দাবি পাক কোচ গিলেস্পির, ‘আপনি যা চান, সেভাবে ভাবতে পারেন। তবে শুরুতে বলি, আমাদের দু’জন বিশেষজ্ঞ স্পিনার আছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত হবার জন্য যথেষ্ট ভালো সালমান। আমরা যতটুকু দেখেছি, অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে।’
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে টেস্ট আঙ্গিনায় ৬ ম্যাচ খেলে ৩৮ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার আবরার। অন্যদিকে, ১২ টেস্টে ১২ উইকেট আছে অফ-স্পিনার সালমানের। পরিসংখ্যান মতে, বিশেষজ্ঞ স্পিনারের তকমটা আবরারের গায়েই লেপটে আছে। তাই আবারের প্রশংসাও করলেন গিলেস্পি, ‘ক্যারিয়ারের শুরুর দিকে থাকা আবরার তরুণ একজন বোলার। স্পিনার হিসেবে আবরার দলের জন্য বড় সম্পদ।’
পাকিস্তানের টেস্ট দলটি সব দিক দিয়েই ভারসাম্যপূর্ণ বলে মনে করেন গিলেস্পি। তিনি জানান, জাতীয় দলের জন্য বর্তমান সময়টি রোমাঞ্চকর। গিলেস্পি বলেন, ‘আমাদের সব দিকই ভালো আছে। আমাদের সিম বোলিং এবং স্পিন বোলিংয়ে বিকল্প অনেক। ব্যাটিংও বৈচিত্র্যময়। আমার বিশ্বাস সব দিকই ভারসাম্যপূর্ণ। পাকিস্তান টেস্ট দলের জন্য এটি রোমাঞ্চকর এক সময়।’
২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। ৩০ অগাস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন