জ্যোতিদের মন খারাপ, তবে...
২৩ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
দেশের মাঠে বিশ্বকাপ খেলার অপেক্ষায় প্রহর গুনছিলেন ক্রিকেটাররা। কত জনের মনে ছিল কত স্বপ্নের আঁকিবুকি! এখন সব শেষ। রাজনৈতিক অস্থিরতায় উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানালেন, বাংলাদেশের ক্রিকেটাররা এতে খুবই হতাশ। ভাঙা মন নিয়েই তারা এখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন।
প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নারী জাতীয় ক্রিকেট লিগ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২৪ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। এরপর আগামী ৫ সেপ্টেম্বর ‘এ’ দলের মোড়কে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবেন নিগাররা। এমনিতে ঘরোয়া এই এয়াজন নিয়মিতই হওয়ার কথা। কিন্তু গত বছর এই আসর হয়নি। এবার বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে টুর্নামেন্টটি আয়োজনে মরিয়া ছিলেন হাবিবুল ও সংশ্লিষ্টরা। দেশের সাম্প্রতিক অবস্থায় কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট হতে যাচ্ছে।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে হবে খেলা। আটটি বিভাগীয় দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। চারটি করে ম্যাচ হবে প্রতিদিনই। গতকাল বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল জানান, মূলত বিশ্বকাপে চোখ রেখেই এবারের জাতীয় লিগ রাজশাহীতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, ‘রাজশাহীতে দেওয়ার কারণ, আমরা চাইছি টুর্নামেন্টটি যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী, সিলেট, এসব জায়গায় সাধারণত ভালো উইকেট থাকে, স্পোর্টিং উইকেট থাকে। আমরা চাচ্ছি মেয়েরা যেন এরকম উইকেটে খেলতে পারে। রাজশাহী স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমিতে খেলা হবে। উইকেটও আমরা সেভাবেই তৈরি করতে বলেছি। আরেকটা ব্যাপার হলো, এখন যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীতে একটু কম বৃষ্টি হয়। এই টুর্নামেন্ট আমাদের সময়মতো শেষ করতে হবে। যেহেতু এটা বিশ্বকাপ প্রস্তুতিরও একটা অংশ। সব মিলিয়ে রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে।’
বিশ্বকাপ প্রস্তুতির প্রসঙ্গে এসে যায় ভেন্যু বদলে যাওয়ার ব্যাপারটিও। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব এখনও বাংলাদেশের। তবে টুর্নামেন্ট আয়োজিত হবে দুবাইয়ে। ভেন্যু বদল হওয়ায় বাংলাদেশের প্রস্তুতি তেমন কোনো বাধাগ্রস্থ হয়নি বলেই দাবি হাবিবুলের। তবে ক্রিকেটারদের হৃদয়ে লেগেছে বড় চোট, ‘বিশ্বকাপে লক্ষ্য রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। দলীয় অনুশীলন না থাকলেও আমাদের মেয়েরা ব্যক্তিগতভাবে অনুশীলন করছিল। স্থানীয় যে কোচরা ছিলেন, তাদেরকে কাজে লাগানো হচ্ছিল। বিশ্বকাপের আগে আমাদের একটি সফরও নিশ্চিত হয়েছে। আমাদের ‘এ’ দল যাবে শ্রীলঙ্কায়। এটিও বিশ্বকাপ প্রস্তুতির অংশ। বিশ্বকাপ এখানে না হওয়ায় যেটা হলো যে, সবারই তো একটা ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার। অনেকেরই স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই স্বপ্ন ছিল দেশের মাটিতে বিশ্বকাপ খেলার। ওদের তাই একটু মন খারাপ। হতাশ ওরা। দেশের কন্ডিশনও অবশ্যই মিস করব আমরা।’
বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেলেও টুর্নামেন্ট ঘিরে লক্ষ্য আগের মতোই আছে বলে জানালেন নারী বিভাগের প্রধান, ‘ভেন্যু পরিবর্তন হওয়ায় আমাদের প্রত্যাশা ও পরিকল্পনায় কোনো বদল হয়নি। যেটা হলো যে, ঘরের মাঠের বাড়তি সুবিধা আমরা পাচ্ছি না। বাকি সব আগের মতোই আছে। আগের পরিকলপনা যেমন ছিল, তেমনই আছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো কিছু করা। আমরা বলব না যে চ্যাম্পিয়ন হতে চাই বা রানার্স আপ হতে চাই। আমরা ভালো কিছু করতে চাই।’
আগামী ৩ অক্টোবর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক