বাংলাদেশের প্রশংসায় আফ্রিদি-রমিজরা
২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় পর ১৩ টেস্ট পেরিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টাইগার শিবির যেখানে উচ্ছ¡াসের জোয়ার ঠিক তার উল্টো চিত্র স্বাগতিক শিবিরে। রাওয়ালপিন্ডিতে সেই হারের পর থেকে সমালোচনার মুখে আছে পাকিস্তান ক্রিকেট দল। দল নির্বাচন থেকে পেসারদের পারফরম্যান্স- সবকিছু নিয়েই সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান নেমেছিল চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে। দলে পার্টটাইমার আগা সালমান ছাড়া ছিলেন না বিশেষজ্ঞ কোনো স্পিনার। তাদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনারদের ৭ উইকেট নেওয়ার পর পাকিস্তানের এমন দল নির্বাচন পড়েছে আতশি কাচের নিচে। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি যেমন এক্সে এক পোস্টে লিখেছেন, ‘১০ উইকেটে হারের পর এমন পিচ তৈরি, চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এটা আমার কাছে মনে হয় দেশের মাটির কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব।’ আফ্রিদি অবশ্য বাংলাদেশের প্রশংসাও করেছেন, ‘এসব বললেও আপনি বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে পারবেন না। তারা টেস্টের পুরোটা সময় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে।’
সাবেক অধিনায়ক ও পিসিবি প্রধান রমিজ রাজা বলছেন, পাকিস্তান পেসারদের আত্মবিশ্বাস এখন তলানিতে। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনে তো সমস্যা আছে, স্পিনার ছাড়াই খেলতে নেমেছেন। আর ফাস্ট বোলিংয়ের যে সুনাম ছিল, সেটি তো শেষ, যেটি শুরু হয়েছে এশিয়া কাপ থেকেই। আত্মবিশ্বাসের ঘাটতি চলছে। কারণ, এদের গতি কমে গেছে। তার ওপর স্কিল নেই ওই পর্যায়ের।’ রমিজ বাংলাদেশের পেসারদেরও প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশের পেসাররা বরং সুযোগ তৈরি করেছে বেশি। আমাদের পেসাররা পারফরম্যান্সের চেয়ে উইকেট পাওয়ার আনন্দ উপভোগ করতে, একটা নাটিকা তৈরিতেই বেশি মনোযোগী।’
স্পিনার না খেলানোর সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফেরও। ‘কট বিহাইন্ড’ নামে ইউটিউব শোতে তিনি বলেছেন, ‘পার্থ আর ব্রিসবেনেও তো চার পেসার খেলায় না। আপনার তো বিশেষজ্ঞ স্পিনার লাগবে। হ্যাঁ, স্পিনার ছিল, সে (আগা সালমান) ৪৩ ওভার বোলিং করে কোনো উইকেটই পায়নি। সে ভালো বোলার। কিন্তু অন্য প্রান্ত থেকে তো সমর্থন লাগবে।’ রশিদ পার্থক্য দেখছেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়কদের মধ্যেও, ‘বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে। অধিনায়কত্ব ভালো ছিল, পরিকল্পনা ভালো ছিল। আর আমাদের অধিনায়ককে দেখুন। সে যদি রান না করে- ব্যাটিং থেকেই তো আসলে বেরোতে পারছে না, তাই না?’
সাবেক উইকেটকিপার কামরান আকমলের মতে, পাকিস্তানের খেলা ও শরীরী ভাষা মোটেও সুবিধার ছিল না। নিজের ইউটিউবে চ্যানেলে তিনি বলেছেন, ‘বাংলাদেশের জন্য কঠিন সময় ছিল, কিন্তু তাদের ব্যাটাররা রান করেছে। তাদের ম্যাচটা বাঁচাতে হতো, তারাই জিতে গেছে। তারা মূলত পাকিস্তান ক্রিকেটের মুখোশ খুলে দিয়েছে। আমার ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল, তারা ক্লাব ক্রিকেট খেলছে। আসলে ক্লাব ক্রিকেটাররাও এভাবে খেলে না। তাদের অ্যাপ্রোচ বাজে ছিল। খেলোয়াড়েরা ড্রেসিংরুমে হাসছে। কারণ, তারা জানে, কেউই কিছু জিজ্ঞাসা করবে না। মনে হচ্ছে, খেলছে শুধু মজা করতেই।’ আকমল ধুয়ে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদিদের পেস আক্রমণকেও, ‘এটা যদি উমর গুল, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফদের আক্রমণ হতো, তাহলে বাংলাদেশকে দুবার ১৫০ রানে আউট করত। এদের তো ইন্টেনসিটিই নেই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার