রাওয়ালপিন্ডি টেস্ট

২৬২ রানে থামল বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

শুরুতে মনে হচ্ছিল পুরো দিন পার করা বাংলাদেশের জন্য দূরের কোনো বাতিঘর। আলোকবর্তিকা হয়ে তখন দেখা দিলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুজনে উপহার দিলেন রেকর্ড জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিরাজ আউট হলেও লিটন তুলেন নিলেন অনন্য এক সেঞ্চুরি। বাংলাদেশও প্রথম ইনিংসে পাকিস্তানের সঙ্গে কমালো ব্যবধান।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ২৬২ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে সফরকারীরা।

বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর রেকর্ড ১৬৫ রানের জুটি গড়েন লিটন ও  মিরাজ। মিরাজ আউট হন ৭৮ রান করে। লিটনের ব্যাট থেকে আসে ২২৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রান।

দলীয় স্কোরেও রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৫০ রানের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৬ উইকেট হারানোর পর ২৫৫ রান করেছিল পাকিস্তান।

টেস্টে শেষ ৪ উইকেটে এর চেয়ে বেশি রান শুধু একবারই পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আরও ৩৩৬ রান যোগ করেন লিটন, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদরা।

প্রায় তিন বছর পর আরেকটি বিপর্যয়ে দলকে বাঁচানোর নায়কও লিটন। আরবার আহমেদকে স্লিপ ফিল্ডারের পাশ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ১৭১ বলে ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেন এই স্টইলিশ ব্যাটার। হাসান মাহমুদকে নিয়ে নবম উইকেটে যোগ করেন মহামূল্যবার ৬৯ রান। ৫১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান। সালমান আলি আগাকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন লিটন।

দলীয় স্কোর ৫০ বা এর কমে থাকতে শীর্ষ পাঁচের বাইরে ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হলেন লিটন। ৪৯ রানে ৪ উইকেট পড়ার পর পাকিস্তানের বিপক্ষেই মিরপুরে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন এই কিপার-ব্যাটার। মিরপুরেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট পড়ার পর খেলেছিলেন ১৪১ রানের ইনিংস।

সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৬৫ রানের জুটি গড়েন মিরাজ ও লিটন। প্রথম টেস্টে এই জুটির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম ও মিরাজ, ১৯৬ রানের। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটা যে তাঁদেরই।

খুররামকে ফিরতি ক্যাচ দিয়ে মিরাজ আউট হয়েছেন ১২৪ বলে ১২টি চার ও ১ ছক্কায় ৮৭ রান করে।

৬ উইকেট পড়ার পর টানা তৃতীয় ইনিংসে আট নম্বরে নেমে মিরাজ পান ফিফটির দেখা। ৯ চারে ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশ করেন মিরাজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।

পঞ্চাশের আগে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি এর আগে স্রেফ একটি দেখেছে বাংলাদেশ। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ৭৮ রান যোগ করেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

এদিন বাজে ব্যাটিংয়ে নিজেদের উইকেট বিলিয়েছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্তরা, মুমিনুল হক, সাকিব আল হাসানরা।

মিরাজকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের স্বাদ পান খুররাম। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে এই কীর্তির দেখা পেলেন এই পেসার। পরে নেন তাসকিনের উইকেটও। সব মিলিয়ে ২১ ওভারে ৩ মেডেনসহ ৯০ রানে ৬ উইকেট নেন খুররাম। ৫০ রানে দুটি নেন মির হামজা। ১৩ রানে শেষ দুটি শিকার ধরেন সালমান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১০/০) ৭৮.৪ ওভারে ২৬২ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০; হামজা ১৬-১-৫০-২, শাহজাদ ২১-৩-৯০-৬, আলি ৭--২-২০-০, আবরার ৩১-৫-৮৩-০, সালমা ৩.৪-০-১৩-২)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক