পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আগের দিন থেকেই পাওয়া যাচ্ছিল জয়ের সুবাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের শেষ দিন ব্যাটসম্যানরা নিজেদের কাজটা সারলেন দারুণভাবে। পাকিস্তানকে তাদেরই মাটিয়ে হোয়াইটওয়াশ করে দলটির বিপক্ষে প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। দ্বিতীয় সেশনেই ১৮৫ রানের লক্ষ্য পূরণ করে নাজমুল হোসেন শান্তর দল।
এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিল বাংলাদেশ। একই মাঠে প্রথম টেস্টে তারা জেতে ১০ উইকেটে।
পাকিস্তানের দীর্ঘ ইতিহাসে তাদেরকে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করা মাত্র দ্বিতীয় দল বাংলাদেশ। ২০২২ সালে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। দুই বছর হওয়ার আগে এবার দুই ম্যাচের সিরিজে একই কীর্তি গড়ল বাংলাদেশ।
দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারই প্রথম কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতল তারা।
শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৪৩ রান। ৫০ ওভারের কম সময়ে দুই সেশনের মধ্যে লক্ষ্য পূরণ করে দল। অবিচ্ছিন্ন ৩২ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান (৪৩ বলে ২১*) ও মুশফিকুর রহিম (৫১ বলে ২২*)।
আউট হওয়া চার ব্যাটসম্যানের সবাই ২০ ছুঁলেও কেউই ফিফটি করতে পারেননি।
বিনা উইকেটে ৪২ রানে নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের ষষ্ঠ ওভারে। দলীয় ৫৮ রানে ৪০ রান করে মির হামজার বলে বোল্ড হয়ে ফেরেন জাকির।
ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৭০ রানে খুররাম শেহজাদের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফেরেন সাদমান (৫৩ বলে ২০)।
এরপর শান্তর সাথে যোগ দেন মুমিনুল। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন তারা। দুজনই আউট হন আলগা শট খেলে। শান্ত ৮২ বলে ৩৮ ও মুমিনুল ৭১ বলে করেন ৩৪ রান। এরপর আর বিপদ ঘটতে দেননি দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে লিটন দাসের শতকে ২৬২ রান করে বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ধ্বংস স্তুপে দাঁড়িয়ে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটনই এই জয়ের নায়ক।
দুই টেস্টে ১৫৫ রান ও ১০ উউকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী
ম্যাচ সেরা: লিটন দাস
সিরিজ সেরা: মেহেদি হাসান মিরাজ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক