‘অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না’

নতুন বাংলাদেশের জন্য কিছু করতে পারার তৃপ্তি শান্তর

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম

‘পাকিস্তান ক্রিকেট দলকে তাদের মাটিতেই টেস্টে হোয়াইটওয়াশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না’- ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে টাইগাররা। এর আগে গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ দল।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে সাদা পোশাকে বরাবরই বিবর্ণ ছিল বাংলাদেশ। তবে অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম টেস্টেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় দিনটাও এলো তার নেতৃত্বেই। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পুররস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শান্ত বলেন,‘এই জয়ের মানেটা বিশাল। এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই খুশি। আমরা এখানে জয়ের খোঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করল তাতে আমি খুবই খুশি।’

সিরিজ শুরুর আগে এমন অর্জন কল্পনা করাও ছিল দুষ্কর। প্রথমত, ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হার। তার ওপর পাকিস্তানের মাঠে কোনো সংস্করণেই ছিল না কোনো সুখস্মৃতি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতে হার, অন্যটি ড্র। তবু নিজেদের প্রস্তুতিতে আস্থা রেখে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে শান্ত বলেন, ‘রেকর্ড তো বদলাতেই পারে’।

টেস্ট সিরিজ খেলতে যখন দেশ ছাড়েন শান্তরা, তখনও কাটেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই অন্তত ১২টি জেলায় আঘাত হানে ভয়াবহ বন্যা। পরপর দুটি ঘটনায় বাড়তে থাকে মানুষের দুর্ভোগ, ভোগান্তি পৌঁছে যায় চরমে। দেশের এই সংকটময় পরিস্থিতির মাঝে পাকিস্তানে বিজয় নিশান ওড়ালেন শান্ত, মিরাজ, লিটনরা। সিরিজের দুই টেস্টই জিতে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল।

যে কোনো বিচারে এই সাফল্য অনেক বড়, খুবই স্পেশাল। সিরিজ শেষে আনন্দের মাঝেও দেশের কথা ভোলেননি শান্ত। এই অর্জনে কঠিন সময়ের মধ্যে থাকা দেশের ক্রিকেট-পাগল জনগণের মুখে হাসি ফুটবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি সেদিনও (সিরিজ শুরুর আগে) বলেছিলাম কথাটা (পাকিস্তানের বিপক্ষে আগের রেকর্ড ভাঙা)। আমার মনে হয়, এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে। কারণ যেভাবে গত কিছু দিন ধরে বন্যা বলেন, আন্দোলনটা বলেন... অনেক মানুষের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা যেভাবে ম্যাচটা খেললাম, আমার মনে হয় যে, একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। আমরা সবাই জানি, আমাদের দেশের মানুষ ক্রিকেটের জন্য কতটা পাগল। আমরা ম্যাচ হারলেও সবাই যেভাবে আমাদের সমর্থন করে। তাই আমাদের ওটাই চেষ্টা ছিল, কীভাবে দেশের মানুষকে আমরা কিছু দিতে পারি। আমার মনে হয়, আমরা ভালো কিছু করতে পেরেছি।’

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে ১২-০ থাকা পরিসংখ্যানে নিজেদের খাতাও খোলে শান্তর দল। একই মাঠে পরের ম্যাচটি জিতে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করা বিশ্বের দ্বিতীয় দল হয়ে যায় বাংলাদেশ। এছাড়া প্রথমবারের মতো দেশের বাইরে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে সিরিজ জিতল তারা। পেসারদের প্রশংসা করে তিনি বলেন, ‘সিরিজে আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল, যে কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’ শান্ত যোগ করেন,‘এই জয়ে সবাই অবদান রেখেছে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে।’

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন খাদের কিনারে, সেখান থেকে দেড়শোর্ধ্ব রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। মিরাজ তিন অঙ্ক স্পর্শ করতে না পারলেও সেঞ্চুরি হাঁকান লিটন। তার অবিশ্বাস্য ইনিংসে ভর করেই লড়াইয়ে ফেরে বাংলাদেশ। তাই তো পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘কেবল নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। বাংলাদেশ দলের জন্য এই জয় বড় অর্জন এবং দলের অংশ হয়ে আমি সত্যিই খুশি। জুটির কৃতিত্ব মিরাজকে দিতে হবে। আঘাত পাওয়ার পর শুরুতে আমি রান করতে পারছিলাম না, সে আমাকে বলল কিছু বাউন্ডারি আদায় করে তাদের মোমেন্টাম সরিয়ে নেই এবং লাঞ্চ বিরতির পর তা আরও সহজ হয়ে যাবে। এটা দলীয় খেলা। এখানে ভালোভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করা দরকার। প্রথম ইনিংসের প্রথমার্ধ বাদে সবাই ভালো খেলেছে ম্যাচে।’

বাংলাদেশ অধিনায়কের চোখ পরবর্তী টেস্ট সিরিজে। সেই সঙ্গে সাকিব-মিরাজদেরও ক্রেডিট দিলেন তিনি,‘পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড