এক লাফে চূড়ায় লিটন-মিরাজ
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স তখন মাত্র সাড়ে ১১ ওভার। এরই মধ্যে কিনা ২৬ রান তুলতে নেই ৬ উইকেট। সেখান থেকে ১৬৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৭৮ রান করে মিরাজ আউট হলেও সেদিন সেঞ্চুরি করেন লিটন। বাংলাদেশের জয়ের পেছনে বড় ভূমিকা রাখা এই দুটি ইনিংসে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন ও মিরাজ। বল হাতে দ্বিতীয় টেস্টে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও। ১৩৮ রানের ইনিংস খেলা লিটন উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে। ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৬৮৮ রেটিং পয়েন্ট পাওয়া লিটনই এখন টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান। টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ওপরে উঠেছিলেন তামিম ইকবাল। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সিরিজের পর ১৪ নম্বরে উঠেছিলেন তামিম ইকবাল।
লিটনের পরেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১৭ নম্বর স্থানে আছেন মুশফিকুর রহিম। তার অবস্থানে পরিবর্তন আসেনি। শেষ টেস্টে ৭৮ রানের ইনিংস খেলা মিরাজ ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৫ নম্বরে উঠেছেন। মিরাজের রেটিং পয়েন্ট ৪২৫, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন মিরাজ, ৩ ধাপ এগিয়ে সাতে উঠেছেন স্পিনিং অলরাউন্ডার। পাকিস্তান সফরে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব আল হাসান পিছিয়েছেন দুই ধাপ, আছেন ৪৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে জোড়া সেঞ্চুরি করে জো রুট তার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন। একই টেস্টে সেঞ্চুরি করে ইংল্যান্ড বোলার গাস আটকিনসন ব্যাটিংয়ে এগিয়েছেন ৮০ ধাপ, উঠে এসেছেন ৯৬ নম্বরে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ধসিয়ে দেন বাংলাদেশের তিন পেসার। পেস দিয়ে চমকে দেওয়া নাহিদ উইকেট নেন ৪টি, হাসান মাহমুদ ৫টি। অন্য উইকেটটি নেন তাসকিন। এই তিন পেসারই র্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছেন। ২৩ ধাপ এগিয়ে প্রথমবার বোলারদের র্যাঙ্কিংয়ে এক শর মধ্যে ঢুকেছেন নাহিদ রানা (৯৭)। ১১ ধাপ এগিয়ে তাসকিন এখন ৮৫ নম্বরে। তাসকিনের রেটিং পয়েন্ট ২৬৪, এটিই তার ক্যারিয়ার সেরা। ক্যারিয়ার সেরা ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে হাসানের বর্তমান অবস্থান ৫৭ নম্বরে, এগিয়েছেন ১৬ ধাপ। বল হাতে এক ধাপ নিচে ২৯ নম্বরে সাকিবের অবস্থান। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের অবস্থান ১৯ নম্বরে। পাকিস্তান সফরে খেলার সুযোগ না পাওয়া এই স্পিনারের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এরপরই মিরাজের অবস্থান, এক ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন এই অলরাউন্ডার। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে শীর্ষ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এদিকে, পাকিস্তানকে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে ওঠা বাংলাদেশ সুখবর পেয়েছে টেস্টের দলীয় র্যাঙ্কিংয়েও। অবস্থান পাল্টায়নি বাংলাদেশের, আছে আগের মতোই নবম স্থানে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেনের দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬। অন্যদিকে দুর্দশার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ধবলধোলাই হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলঙ্কা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)। পাকিস্তানের সর্বশেষ রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।
২০২১ সাল থেকেই দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এ সময়ে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। ছয়টিতে হারা দলটি ড্র করেছে চার ম্যাচে। এর মধ্যে গত এক বছরেই ৬ ম্যাচে ৩ জয়! টেস্ট ক্রিকেটে একটা দিনবদলের গান বাজার সঙ্গেও যেটিকে মিলিয়ে নেওয়া যায়। গত আট টেস্টের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। এই পাঁচ জয়ের সর্বশেষ দুটি জয় কি শুধুই পাকিস্তানকে ধবলধোলাই করার আনন্দ ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন দিনের সূচনা? নতুন বাংলাদেশে এমন স্বপ্ন এখন দেখাই যায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি হত্যা মামলা
ভারতে পুলিশ সদস্যের গুলিতে ২ সহকর্মী নিহত
কাজ করবে না অ্যান্টিবায়োটিক, প্রাণ হারাবে ৪ কোটি মানুষ!
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি
শেরপুরের পাঁচ থানার ওসি বদলি
রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা
২০৩৫ সালের মধ্যে আধুনিক স্মার্ট বন্দর তৈরি করবে চীন
লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০
এস আলমের গৃহকর্মীর নামে ১৫ কোটি টাকার সম্পদ!
পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী
পিটিয়ে হত্যার আগে তরুণকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা
জার্মানির চ্যান্সেলর নির্বাচনে শলৎসের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যারৎস
রাজ্জাকের বিশ্ব রেকর্ড ভাঙলেন নেপালের ঝা
মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন দে পল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার
জাবিতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতা শামীম মারা গেছেন
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌ-বাহিনীর ২০০ সদস্য
দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির
ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার