হেড-মার্শের খুনে ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে বিশ্ব রেকর্ড
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
বোলাররা লক্ষ্যটা বড় হতে দেননি। লক্ষ্যতাড়ায় প্রথম ওভারেই জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে হারায় অস্ট্রেলিয়া। ব্যাস, ঐ পর্যন্তই! এরপর রীতিমত স্কটল্যান্ডের বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিলেন ট্রাভিস হেড আর মিচেল মার্শ। নিজেদের ইনিংসে মাঝপথের আগেই লক্ষ্যপূরণ করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এডিনবারায় বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কটিশদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তারা পূরণ করে ৬২ বল বাকি থাকতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন এটাই।
ইনিংস শুরু করতে নেমে ২৫ বলে ৮০ রান করেন হেড। তার বিস্ফোরক ইনিংসে ছক্কা ৫টি, ১২টি চার। মার্শের ব্যাট থেকে আসে ১২ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৩৯ রান। পরে জশ ইংলিস অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রান করে।
লক্ষ্য তাড়ায় তৃতীয় বলেই ম্যাকগার্ককে হারায় অজিরা। এরপর শুরু হয় হেড-মার্শ তাণ্ডব। দুজনে পাওয়ারপ্লেতে তোলেন রেকর্ড ১১৩ রান!আগের সর্বোচ্চ ছিল ১০২ রান; যা গত বছরের ২৬ মার্চ সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই দিন ক্যারিবীয়দের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডও গড়েছিল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ পঞ্চম ওভারে তাণ্ডব চালান জ্যাক জার্ভিসের ওপর। এই পেসারের সবগুলো ডেলিভারি পাঠান বাউন্ডারিতে, তিনটি করে চার ও ছক্কা।
পরের ওভারে হুইলের ওপর ঝড় বইয়ে দিয়ে পাঁচটি চার ও এক ছক্কা মারেন হেড। পাওয়ার প্লের শেষ দুই ওভারে রান আসে যথাক্রমে ৩০ ও ২৬।
সপ্তম ওভারে ফেরেন দুজনই। মার্ক ওয়াটের প্রথম বলে লং-অফে ক্যাচ দেন মার্শ। ওভারের শেষ বলে লং-অনে ধরা পড়েন হেড।
হেডের ১৭ বলে ফিফটি অস্ট্রেলিয়ার হয়ে যৌথ দ্রুততম। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েন মার্কাস স্টয়নিস।
স্টয়নিসকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন ইংলিস। জার্ভিসকে ছক্কায় উড়িয়ে দশম ওভারে ম্যাচের ইতি টেনে স্টয়নিস।
স্কটল্যান্ডের ইনিংসে কেউ ছুঁতে পারেননি ৩০ রানও। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার জর্জ মানজির ব্যাট থেকে।
সিরিজে অস্ট্রেলিয়া দলে নেই তাদের অভিজ্ঞ পেসত্রয়ী জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তাদের অনুপস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে দারুণ বোলিং করেন জাভিয়ার বার্টলেট, শন অ্যাবটরা।
একই মাঠে আগামী শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৯ (মানজি ২৮, হেয়ার্স ৬, ম্যাকমুলান ১৯, বেরিংটন ২৩, ক্রস ২৭, লিস্ক ৭, ওয়াট ১৬, জার্ভিস ১০, ক্যাসেল ১, ডেভিডসন ৩*, হুইল ৮*; মেরেডিথ ৪-০-৩৪-১, বার্টলেট ৪-০-২৩-২, অ্যাবট ৪-০-৩৯-৩, জ্যাম্পা ৪-০-৩৩-২, স্টয়নিস ২-০-১০-০, গ্রিন ২-০-১২-১)
অস্ট্রেলিয়া: ৯.৪ ওভারে ১৫৬/৩ (ফ্রেজার-ম্যাকগার্ক ০, হেড ৮০, মার্শ ৩৯, ইংলিস ২৭*, স্টয়নিস ৮*; ম্যাকমুলান ২-০-২৫-১, হুইল ২-০-৩৯-০, ক্যাসেল ১-০-১৯-০, জার্ভিস ১.৪-০-৪৫-০, ওয়াট ২-০-১৩-২, ডেভিডসন ১-০-১৫-০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড