বাটলার নেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে সল্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জস বাটলার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তার অনুপস্তিতিতে দলকে নেতৃত্ব দিবেন ফিল সল্ট।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই সংস্করণের দলেই আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর থেকেই মাঠের বাইরে অোছন বাটলার। পরের মাসেই দা হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় পায়ের পেশিতে চোট পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের দলে থাকলেও শুরুর দিকে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তখন ইংলিশদের নেতৃত্ব দিতে পারেন হ্যারি ব্রুক।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান জর্ডান কক্সকে ওয়ানডে দলে কাভার হিসেবে রাখা হয়েছে। এখন আছেন টেস্টে দলের সঙ্গে। আর টি-টোয়েন্টি দলে একই ভাবনায় রাখা রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জেমি ওভারটনকে।
তাদের মতোই দলে নতুন এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক। দুজনেই ডাক পেয়েছেন দুই সংস্করণেই। ২০ বছর বয়সী বেথেল ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে রান করেছেন ২৪.২১ গড়ে ৩৩৯। আর ৪৪ টি-টোয়েন্টিতে ১৩৮.১৮ স্ট্রাইক রেটে ৭৩১। টার্নারের লিস্ট ‘এ’ তে উইকেট ১৭ ম্যাচে ৩৫টি এবং টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে ৪২টি।
দুই সংস্করণেই দলে আছেন হালও। শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই পেসারের।
টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার ড্যান মোসলি। এই সংস্করণে ৬২ ম্যাচে ১৩০.৫৪ স্ট্রাইক রেটে এক হাজার ১২৪ রান আছে তার। অফ স্পিনে নিয়েছেন ৪৮ উইকেট।
২০২৩ সালের মার্চের পর আবারও ওয়ানডে খেলার হাতছানি জফ্রা আর্চারের সামনে।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই পুরোনো ‘শত্রু’র লড়াই। ম্যাচ তিনটি হবে আগামী ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। পাঁচ ওয়ানডে হবে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ফিল সল্ট (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি, জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড