ইবাদতকেও পাচ্ছে বাংলাদেশ ভারতও মানছে বাংলাদেশ শক্তিশালী দল
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
চোটের কারণে এক বছরের বেশি সময় খেলার বাইরে ছিলেন ইবাদত হোসেন। হাঁটুর জটিল অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে বোলিংয়ে ফিরেছেন তিনি। যদিও শতভাগ দিয়ে বোলিং ফেরার আগে ইবাদতকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশের আসন্ন ভারত সফরে দলের সঙ্গে থাকবেন ইবাদত। জাতীয় দলের কোচ, ফিজিও ও ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে থাকতেই ইবাদতকে দলের সঙ্গে রাখা হবে।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানান ইবাদত নিজেই। চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছেন, সেটা ফলো করছি। এখনো ১০০% সামর্থ্য দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। আমি ৭০-৮০%, এ রকম কাছাকাছি সামর্থ্যে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার... সব সাপোর্ট পাব। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে।’
দ্রুত উন্নতি হলে ভারতেই ম্যাচ খেলে ফেলতে পারেন ইবাদত। তা না হলে আগামী ১৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফিরবেন তিনি, ‘ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজমেন্ট যদি সন্তুষ্ট হয়, যদি ওখানে খেলিয়ে দেয়, তাহলে খেললাম। যদি না হয় তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেগুলো খেলব।’ ভারতে ইবাদতের মধুর স্মৃতিও আছে। ২০১৯ সালের ভারত সফরে বিরাট কোহলিকে আউট করে সেই বিখ্যাত ‘স্যালুট’ দিয়েছিলেন তিনি। এদিন সে স্মৃতিচারণাও করলেন ইবাদত, ‘বিরাট কোহলিকে দুবার আউট করেছি, এটা আমার গর্বের ব্যাপার। আমি যত উইকেটই নিয়েছি, বেশির ভাগই বড় বড় উইকেট। আমার ডায়েরি খুললে ভালোই লাগে। এদের আমি আউট করেছি। ভালোই লাগে দেখতে। দেখা যাক, ভারত যাই, যদি সুযোগ হয় তাহলে খেলার চেষ্টা থাকবে।’
কদিন আগেই পেস বোলারের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সুস্থ থাকলে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ ছিল ইবাদতেরও, যেমনটা হয়েছিলেন ২০২২ সালের মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতিয়ে। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও ইবাদত স্বপ্ন দেখছেন উজ্জ্বল ভবিষ্যতের, ‘আফসোস হয়। আমি ১৩ মাস খেলার বাইরে। এমন একটা চোটে পড়েছি, সুস্থ হতে অনেক লম্বা সময় লাগছে। খেলোয়াড় হিসেবে বাইরে থাকা অনেক কষ্টের। তবে মনে হয় না বেশি দিন লাগবে সুস্থ হতে। আমিও খেলব। ভালো করার চেষ্টা করব।’ ফাস্ট বোলিং বিভাগের প্রতিযোগিতার উত্তাপটাও টের পাচ্ছেন তিনি, ‘অনেক সুস্থ একটা প্রতিযোগিতা। আমি চাই এমন ফাস্ট বোলার আরও ৭ জন থাকুক। তখন আমার নিজের ভালো করার তাগিদ থাকবে। তাসকিন বাংলাদেশের সেরা বোলার। মোস্তাফিজ ওয়ান অব দ্য বেস্ট কাটার মাস্টার। বিশ্বে ওর মতো কাটার কেউ মারতে পারে না। নাহিদ রানা বাংলাদেশের দ্রুততম বোলার। তানজিম সাকিব, খুবই ভালো অবস্থায় আছে। এই যে একটা প্রতিযোগিতা, আমি চাই এটা সব জায়গায় থাকুক। তাহলে আমাদের উন্নতি এমনিতেই হবে। তখন দেখবেন সবার খেলার ধরন বদলে যাবে।’
এদিকে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স দেখে আগে থেকেই সতর্ক অবস্থানে ভারত। এ মাসে বাংলাদেশ দল যাবে ভারত সফরে। সেপ্টেম্বর-অক্টোবরে খেলবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। তার আগে এশিয়ার মাটিতে বাংলাদেশকে শক্তিশালী দল বলে মানছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ট। নিজেদের সেরাটা দিয়েই বাংলাদেশকে হারাতে চান তিনি, ‘এশিয়ার মাটিতে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কঠিন দল। ফলে ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে। সামনেই বাংলাদেশ সিরিজ। দুলিপ ট্রফিতে তার প্রস্তুতি অনেকটা হয়ে যাবে। ওরা কীভাবে খেলবে বা ওদের শক্তি কতটা, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা নিজেদের কথা ভাবছি। কীভাবে মাঠে নেমে প্রতিদিন নিজেদের শতভাগ দিতে পারব সেই পরিকল্পনা করছি। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে। জয়-পরাজয়ের ব্যবধান অল্প। তাই ১০০ ভাগ দিতেই হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না