অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর, আলোচনায় রিজওয়ান
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
অধিনায়কত্ব বিষয়টিই যেন বাবর আজমের জন্য বিপাকের হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণের নেতৃত্ব থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর আবার অনুরোধ করে সাদা বলের সংস্করণে পাকিস্তান অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু এখন আবার তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাদা বলে বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান।
অধিনায়ক হিসেবে বাবর কেমন, এ নিয়ে আলোচনা ওঠা মোটেই অমূলক নয়। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই দলটি বিদায় নেয় পাকিস্তান। এরপর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে তারা। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়ে প্রথম রাউন্ড থেকে। পাশাপাশি ব্যাট হাতে বাবর নিজেও আছেন বাজে ফর্মে। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান। ৪ ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন বাবর। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩১। এরপর পাকিস্তানের জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের কোনো দলেও অধিনায়কত্বের দায়িত্ব বাবরকে দেওয়া হয়নি। ৫০ ওভারের এই টুর্নামেন্টে লায়নসের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি, উলভসের মোহাম্মদ রিজওয়ান, প্যান্থারসের শাদাব খান, ডলফিনসের সৌদ শাকিল ও স্ট্যালিয়নসের মোহাম্মদ হারিস। হারিসের অধীনে স্ট্যালিয়নসের হয়ে খেলবেন বাবর।
জিও নিউজ বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, এই টুর্নামেন্টে বাবরের অধিনায়ক না থাকাই ইঙ্গিত করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি আর বেশি দিন নেই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে। আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান।
বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর চাপে আছেন টেস্ট অধিনায়ক শান মাসুদও। মাসুদের টেস্ট ক্যারিয়ারও খুব একটা ভালো নয়। টেস্টে তার ব্যাটিং গড় এখনো ৩০-এর নিচে—২৮.৫৩। তার অধিনায়কত্ব পাওয়া নিয়েও হয়েছে বিতর্ক। কারণ, দলের তার জায়গা নিয়েও কিছুটা প্রশ্ন ছিল। টানা ৫ টেস্টে হারের পর অধিনায়কত্ব চলেও যেতে পারে মাসুদের। জিও নিউজ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে শুধু সাদা বল নয়, তিন সংস্করণেই পাকিস্তানের নেতৃত্ব দিতে পারেন মোহাম্মদ রিজওয়ান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড