বাংলাদেশ-ভারত সিরিজে নতুন ভূমিকায় তামিম
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন তামিম ইকবালও। তবে এই ড্যাশিং ওপেনারকে এবার দেখা যাবে ভিন্ন ভূমিকায়। এর আগে অতিথি ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য কক্ষে অল্প সময়ের জন্য দেখা গেলেও এবার তাকে ধারাভাষ্য দিতে দেখা যাবে পুরো ম্যাচে।
২০২২ বিপিএল ও গত বছর মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে কিছু সময়ের জন্য ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল তামিমকে। তবে পেশাদারভাবে ও গোটা সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি এবারই প্রথম।
এজন্য ইতোমধ্যে পৌঁছে গেছেন প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে। সেখান থেকেই একটি অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নতুন রোমাঞ্চের কথা শোনান তামিম।
“অবশ্যই কিছুটা নার্ভাস আছি… নাভার্স লাগছে…। খেলার সময়টায় ম্যাচের আগে নার্ভাস থাকতাম যে, খেলা কেমন হবে, রান করতে পারব কী পারব না, কোন বোলারকে কীভাবে সামলাব, দল ভালো করতে পারবে কি না। এখন হলো, কথা কীভাবে বলব, মাঠের মুহূর্তগুলোকে ঠিকঠাক তুলে ধরতে পারব কি না, বড় কোনো ভুল করে বসি কি না…। এই সিরিজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর তাই অনলাইনে কোর্স করার সিদ্ধান্ত নেই। আজকে (মঙ্গলবার) চেন্নাইয়ে এসেও একটা ক্লাস করেছি রাতে।”
“একটা ব্যাপার হলো, ধারাভাষ্য ব্যাপারটা যতটা সহজ মনে হয়, তত সহজ নয়। তাৎক্ষণিক কথা বলার ব্যাপার তো আছেই, এছাড়াও প্রযুক্তিগত অনেক ব্যাপার আছে, মাইক্রোফোনের ব্যবহার, প্রডিউসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, এসবের সঙ্গে অভ্যস্ততার ব্যাপার আছে। আমি ধরে নিয়েছি, এসবে অভ্যস্ত হতে দুই-তিন সিরিজ অন্তত লাগবে।”
এতদিন যাদের টেলিভিশনের পর্দায় দেখা গেছে ধারাভাষ্য দিতে সেই সব কিংবদন্তিদের সঙ্গে চেয়ার ভাগাভাগি করে অনেক কিছু শিখতে চান তামিম।
“যাদের সঙ্গে আমি ধারাভাষ্যকক্ষে থাকব, সুনিল গাভাস্কার, রাভি শাস্ত্রী, হার্শা ভোগলে, উনারা তো ধারাভাষ্যের কিংবদন্তি। আমাদের আতহার ভাই ২০ বছরের বেশি সময় ধরে কাজটা করছেন। দিনেশ কার্তিক, মুরালি কার্তিকরাও এখন যথেষ্ট ভালো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। যদি ভবিষ্যতে নিয়মিত ধারাভাষ্য দেই, তাহলে এসব আমার কাজে লাগবে।”
বিপিএল ও মিরপুরে নিউজিল্যান্ড সিরিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম বলেন, “সেটা ছিল আসলে নেট প্র্যাকটিসের মতো। নেটে ১০ মিনিট প্র্যাকটিস করেছি তখন। এখন পুরো ম্যাচ খেলতে হবে।”
“তখন এত চিন্তাভাবনা ছিল না। মাঠে গিয়ে ঝটপট করে এসেছি। এবার যেহেতু পেশাদারভাবে করছি, অনেক কিছু ভাবতে হচ্ছে।”
প্রায় দেড় বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ, বিসিবির সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত হওয়া, এসব নিয়ে চলছে নানান আলোচনা। তবে সবকিছুর জন্য একটু অপেক্ষা করতে বললেন তামিম।
“জানি, অনেক আলোচনা চলছে। যারা সত্যিকার অর্থেই জানতে চান, তাদের প্রতি একটা অনুরোধ করব, আমার মুখ থেকে কিছু না শোনা পর্যন্ত দয়া করে কোনো ধারণা তৈরি করে নেবেন না। এটা সত্যি, অনেক কিছুই হচ্ছে। তবে আমার হয়ে অন্যরা বলছে বা ধারণা তৈরি করে নিচ্ছে। বলার মতো অবস্থা সত্যিই তৈরি হলে আমি নিজেই বলব। দয়া করে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত