ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

হাসানের বোলিং তোপে প্রথম সেশন বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

ছবি: বিসিবি

নতুন বলে দুর্দান্ত বোলিং করলেন হাসান মাহমুদ। উইকেটের আদ্রতা কাজে লাগিয়ে স্বপ্নের স্পেলে ফিরিয়ে দিলেন রোহিত শার্মা, শুবমান গিল ও ভিরাট কোহলিকে। এরপর অবশ্য জুটি গড়লেন রিশাভ পান্ত ও ইয়াশাসবি জয়সওয়াল। তবু প্রথম সেশন হয়ে রইল বাংলাদেশেরই।

চেন্নাই টেস্টের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। জয়সওয়াল ৬২ বলে ৩৭ ও পান্ত ৪৪ বলে ৩৩ রানে উইকেটে আছেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার পর দুই দিকে সুইংয়ের পাশাপাশি দুর্দান্ত লাইন-লেংথে পশরা মেলে ধরেন হাসান। ষষ্ঠ ওভারে রোহিতকে ফেরান তিনি। নিজের পরের ওভারে আউট করেন গিলকে। টানা তৃতীয় ওভারে তরুণ পেসারের তৃতীয় শিকার হন কোহলি।

পাঁচ ওভারের স্পেলে তখন ২ মেডেনসহ মাত্র ৬ রানে ৩ উইকেট নেন হাসান।

এরপর পাল্টা আক্রমণ শুরু করেন জয়সওয়াল ও পান্ত। ওভারপ্রতি প্রায় ৪ রান করে নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। বিরতির আগের ওভারে ফিরতে পারতেন পান্ত। কিন্তু স্লিপে 'হাফ-চান্স' নিতে পারেননি সাদমান ইসলাম।

কোহলিকেও ফেরালেন হাসান

বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। তার বল খেলতে পারছে না ভারত। আগে টানা দুই ওভারে রোহিত শর্মা ও শুবমান গিলকে ফেরানোর পর এবার দলটির সবচেয়ে বড় ব্যাটিং তারকা বিরাট কোহরিকেও শিকারে পরিণত করলেন হাসান।

হাসানের অফ স্টাম্পের বাইরের বলে কিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটিং সেনসেশন আউট হয়েছেন ৬ বলে ৬ রান করে।

ভারত প্রথম ইনিংস: ১০ ওভারে ৩ উইকেটে ৩৪ রান।

শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাত

চেন্নাই টেস্টের শুরুতেই ভারতের ইনিংসে আঘাত হানলেন হাসান মাহমুদ। এই পেসারকে সাবধানে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নিজের পরের ওভারে ক্রিজে নতুন আসা শুবমান গিলকে উইকেটের পিছনে ক্যাচ বানান হাসান। ১৪ রানে প্রথম উইকেট হারানো ভারত ২৮ রানে হারায় দ্বিতীয়টি।

১০ বলে ৬ রান করে ফিরেছেন রোহিত। গিল ৮ বলে রানের খাতা খুলতে পারেননি। এর আগে চতুর্থ ওভারে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান রোহিত।

ক্রিজে ইয়াসভি জয়সোয়ালের নতুন সঙ্গী বিরাট কোহলি।

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা দশটায়। টসে জিতে শান্ত বলেন, তিনি কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।

পাকিস্তান সফরে সবশেষ টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার খেলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিন পেসার ও দুজন স্পিনার খেলাবেন তাঁরা।

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক জানিয়েছেন, চেন্নাইয়ে আজকের দিনটা একটু ঠান্ডা। ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা যা ৩৪ ডিগ্রিতেও উঠতে পারে। তিনি আরও জানিয়েছেন, লাল মাটির উইকেটে বাউন্স ও বাঁক দুটোই থাকবে। উইকেটে একটু ময়েশ্চারও থাকবে তাই দিনের খেলার শুরুতে সাহায্য পাবেন পেসাররা।

চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে সর্বশেষ কোনো দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ১৯৮২ সালে। ভারতের বিপক্ষে সেই টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। ম্যাচটি ড্র হয়েছিল। ৪২ বছর আর ২১ ম্যাচ পর চিদাম্বরমে টস জিতে বল বেছে নিল কোনো দল।

ভারতের বিপক্ষে ১৩ টেস্টের একটিতেও জয় নেই বাংলাদেশের, হার ১১টিতেই। বাকি দুটি ড্র।

বাংলাদেশের একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবরারকে নিয়ে নির্মিত সিনেমা রুম নম্বর ২০১১ মুক্তি পাচ্ছে

আবরারকে নিয়ে নির্মিত সিনেমা রুম নম্বর ২০১১ মুক্তি পাচ্ছে

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

নতুন অভিনয়শিল্পীদের জন্য সাবিলা নূরের পরামর্শ

নতুন অভিনয়শিল্পীদের জন্য সাবিলা নূরের পরামর্শ

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

মাঙ্কি পক্স প্রতিরোধে সতর্কতা

মাঙ্কি পক্স প্রতিরোধে সতর্কতা

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মুখের ক্ষতই ক্যানসার নয়

মুখের ক্ষতই ক্যানসার নয়

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস

নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস

মশার কামড়ে যে সব রোগ ছড়ায়

মশার কামড়ে যে সব রোগ ছড়ায়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার