সাকিবের নিরাপত্তার বিষয়টি ‘বিসিবির হাতে নেই’
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পিএম
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হয়েছে হত্যা মামলা। তার আগে থেকেই দেশের বাইরে এই ক্রিকেটার। খেলছেন দেশের হয়েও। এরপরও দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, মামলার বিষয়ে সাকিবকে নাজেহাল করা হবে না। তবে ব্যক্তি সাকিবের সার্বিক নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই বলে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বোর্ড সভা শেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ফারুক বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’
কানপুরে শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব বলেন, যদি তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।
ফারুকও চান সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলুন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন তিনি।
‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’এজন্য ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’
সাকিবের অবসর সিদ্ধান্তে বোর্ডের হাত নেই বলে জানান ফারুক। তার মতে, সিদ্ধান্তটা একান্ত সাকিবেরই।
‘সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।’
গত ৫ অগাস্ট গণ-আন্দোলনে বিগত সরকার পতনের আগে থেকেই দেশের বাইরে সাকিব। পাকিস্তান সফরে খেলেছেন দেশের হয়ে। সেখান থেকে ইংল্যান্ডে কাউন্টি খেলে যোগ দেন ভারতে দলের সঙ্গে। খেলেছেন চেন্নাই টেস্টেও। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্টেও খেলবেন বলে কোচের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান সাকিব। ঘরের মাঠে খেলে অবসর প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের