ব্রাডম্যানের পাশে কামিন্দু, সাথে কুসলের শতকে রান পাহাড়ে শ্রীলঙ্কা
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
আগের দিন গড়েছিলেন অভিষেকের পর টানা ফিফটির বিশ্ব রেকর্ড। সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে এবার স্যার ডন ব্রাডম্যানের পাশে বসলেন কামিন্দু মেন্ডিস। ব্যাট হাতে আলো ছড়ালেন কুসল মেন্ডিসও। শ্রীলঙ্কাও নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য ধরে রেখেছে গলে দ্বিতীয় টেস্টে।
ব্যাট হাতে এদিন রান পেয়েছেন প্রত্যেকেই। সব মিলিয়ে ৫ উইকেটে ৬০২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জবাবে ১৪ ওভারে ২২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে নিউজিল্যান্ড। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৫৮০ রানে পিছিয়ে সফরকারী দলটি।
সম্ভাবনা জাগিয়েও ক্যারিয়ারে প্রথম দ্বিশতক হাঁকানোর সুযোগ পাননি কামিন্দু। আসলে তাকে সুযোগটা দেননি ধনাঞ্জয়া ডি সিলভা। দলীয় অধিনায়ক যখন ইনিংস ঘোষণা করেন কামিন্দু তখন দ্বিশতক থেকে স্রেফ ১৮ রান দূরে।
২৫০ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১৮২ রানের ইনিংসটি সাজিয়েছেন। ১৪৭ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এই ইনিংসের পথে দুটি রেকর্ডের তালিকায় কিংবদন্তি ব্র্যাডম্যানের পাশে জুড়ে গেছে কামিন্দুর নাম। ১৩ ইনিংসে ৫টি সেঞ্চুরি হয়ে গেল তার। টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার ব্রাডম্যানেরও ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস।
কামিন্দুর চেয়ে কম ইনিংসে এক হাজার রান করতে পেরেছেন কেবল দুজন- উইকস ও সাটক্লিফ। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস।
সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অবশ্য ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকসের। তবে এশিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম কামিন্দুই। আগের দিন তিনি অভিষেকের পর টানা আট ম্যাচেই ফিফটির রেকর্ড গড়েছিলেন।
দেড়শ রান পূর্ণ করেন ২২৯ বলে। এরপর ছুটছিলেন দ্বিশতকের দিকেই, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দেন অধিনায়ক।
দিনের শুরুটা তিনি করেছিলেন ম্যাথিউসকে নিয়ে। ৭৮ রান নিয়ে ব্যাটিং শুরু করা ম্যাথিউস ফেরেন আর দশ রান যোগ করে। তাকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি ভাঙেন গ্লেন ফিলিপস।
এরপর অধিনায়ক ধনাঞ্জয়াকে নিয়ে ১৩২ বলে ৭৪ রান যোগ করেন কামিন্দু। লাঞ্চের আগে অধিনায়কও ফিলিপসের শিকার হয়ে ফেরেন ৮০ বলে ৪৪ রান করে। দিনের বাকি গল্পনা কামিন্দু ও কুসল মেন্ডিসের।
শেষ বিকেলে এক ঘণ্টা মতো ব্যাটিংয়ে সুযোগ দেওয়া হয় নিউজিল্যান্ডকে। বিাকি সময়টুকু ব্যাটিং করেন কামন্দিু ও কুসল। ২৭১ বলে দুজনের জুটি ২০০ রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক।
এসময় ১৪৯ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন কুসল। ১৪৮ বলে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি স্পর্শ করেন এই মিডলঅর্ডার ব্যাটার।
জবাবে প্রথম ওভারেই আজিথা ফার্নান্ডের শিকার হন টম লাথাম। নবম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার শিকার হন আরেক ওপেনার ডেভন কনওয়ে। বাকি সময় কাটিয়ে দেন কেন উইলিয়ামসন (৪২ বলে ৬) ও এজাজ প্যাটেল (১৬ বলে ০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের