সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
বাংলাদেশের ক্রিকেটের বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। ব্যক্তি সাকিবের নিরাপত্তার দেওয়ার সামর্থ্য নেই বলে কিছুদিন আগে বিসিবির পক্ষ থেকে বলা হয়। এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দিলেন অনেকটা একই সুর। খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নেই, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের নিরাপত্তা চাওয়া তাঁর কাছে অবান্তর।
নিজের ফেরিফাইড ফেসবুক পেজে সাকিবের নিরাপত্তা নিয়ে রোববার বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
জনগণের ‘ক্ষোভ প্রশমনে’ রাজনীতির জায়গা থেকে সাকিবের নিজের অবস্থান সবার সামনে ‘স্পষ্ট করারও’ আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকালে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।”
কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগের দিন সাকিব জানান, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা। এজন্য সব ধরনের নিরাপত্তাও চান তিনি।বিশেষ করে সিরিজ শেষে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার নিশ্চয়তা চান এই ক্রিকেটার।
আদাবর থানায় হওয়া এক হত্যা মামলায় সাকিবকে অভিযুক্ত করা হলেও এ ব্যাপারে সাকিবের প্রতি নমনীয় হওয়ারই ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ, ‘তাঁর নামে যে হত্যা মামলা হয়েছে, সেটার বিষয়ে আমরা বলেছি, আইন মন্ত্রণালয়ই বলেছে, সংশ্লিষ্টতা না থাকলে নামটা বাদ দেওয়া হবে।’
"এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, দেওয়ার দায়িত্ব, সেটা দেব, দেশে এলে আমরা দেব। কিন্তু উনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…।
“মনে করেন আমার নিরাপত্তায় পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে, একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে দশ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? আমারও সেই ক্ষেত্রে নিরাপদ থাকার সুযোগ নেই।"
“জনগণের কোনো ক্ষোভ থাকলে সেটা তো আমাকেই রিডিউস করতে হবে, কথা দিয়ে। আমার যেটা মনে হয়, উনাকে উনার বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। উনার যে রাজনৈতিক অবস্থান… ইতোমধ্যে মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন সে বিষয়টি নিয়ে।"
সাকিবকে নিজের অবস্থান জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটার (নিশ্চয়তা) কেউ কাউকে দিতে পারবে না, শেখ হাসিনাকেও দেওয়া যায়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে।
"সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা, পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি। খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমরা পালন করব।"
এদিকে বিসিবি পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমূল আবেদীন ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন।
‘আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে, সংস্কৃতির ব্যাপারও আছে এখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ, ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে, ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয়।’
তার মানে কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের