ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সাকিবের পাশে নেই সরকারও!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম

দেশের মাটিতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারতেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তা না করে ক’দিন আগে ভারতের কানপুরে বসেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। মূলত বাংলাদেশে নিরাপত্তাহীনতার কথা ভেবেই সাকিবের এমন সিদ্ধান্ত। কারণ তিনি যে ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের সব মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্যসহ স্বৈরাচারীর দোসররা রয়েছেন লোকচক্ষুর অন্তরালে। কেউ গ্রেফতার হয়েছেন, কেউ বা আবার পালিয়ে বেড়াচ্ছেন। এমতাবস্থায় সাবেক সরকারের একজন সংসদ সদস্য ও হত্যা মামলার আসামী হয়ে দেশে কিভাবে নিরাপদে থাকবেন সাকিব? এটাই এখন বড় এক প্রশ্ন।
ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সরাসরি জানিয়েছেন যে, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তারা। ফারুকের এই মন্তব্যের পর পুরো বিষয়টা চলে যায় সরকারের ওপর। তারা যদি সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে, তাহলে হয়তো আগামী মাসে দেশের মাটিতে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে পারতেন সাকিব আল হাসান। কিন্তু না, সে আশায় গুড়েবালি। বিসিবির মতো দেশের সরকারও এখন নেই সাকিবের পাশে। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় সরকারের মনোভাব স্পষ্ট হলো। এদিন সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, সরকারের দায়িত্ব দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে সাকিবের বিষয়ে সরকারের অবস্থানটা কী? এমন প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি এ বিষয়ে একটা বক্তব্য দিয়েছে। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই দেবো।’ তবে সাকিব তো শুধু খেলোয়াড়ই নন, একজন রাজনৈতিক ব্যক্তিও ছিলেন। আওয়ামীলীগের ব্যানারে সংসদ সদস্য হয়েছেন। তা মনে করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা। এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি ইলেকশন করেছেন। মানুষের মধ্যে তো দুটো নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।’
খেলোয়াড় হিসেবে সাকিবের নিরাপত্তা দেবে সরকার- এটা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেবো। দেশে এলে আমরা সেটা দেবো।’ তবে সাধারণ মানুষের ক্ষোভ যদি সাকিবের ওপর গিয়ে পড়ে, তখন নিরাপত্তা দেয়া কঠিন। এ নিয়ে আসিফ বলেন, ‘কিন্তু উনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে। মনে করেন, আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকে। আমার ওপরে যদি দেশের ১৬ কোটি জনগণের মধ্যে ১০ কোটি জনগণের ক্ষোভ থাকে তাহলে এই ৫-৬ জন আমাকে কী নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটাও আমাকে রিডিউস (কমাতে) করতে হবে আমার কথা দিয়ে।’
সাকিবের প্রতি ক্রীড়া উপদেষ্টার আহ্বান, খেলোয়াড় সাকিব তার নিজের অবস্থান পরিস্কার করুক আগে। রাষ্ট্র তার নিরাপত্তা দেবে। তবে জনগনকে বোঝানোর দায়িত্ব সাকিবের নিজের। আসিফ বলেন, ‘জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, আসলে সেটা কেউ কাউকে দিতে পারবে না। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে জায়গায় রাজনৈতিক বিষয়টা, পরিচয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি আমরা। কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা পালন করি।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে আসিফ এমন মন্তব্য করলেও নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে এক পোস্টে লিখেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
উল্লেখ্য কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এসে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তখন তিনি জানিয়েছিলেন, অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই টেস্ট থেকে বিদায় নিতে চান। সে লক্ষ্যে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছিলেন, তার বিদায়ের আয়োজন সুন্দরভাবে করার জন্য। কিন্তু বিসিবি প্রধান সরাসরিই বলেন, দেশে সাকিবের নিরপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না তারা। বিষয়টি সরকারের দিকে ঠেলে দেন ফারুক আহমেদ। এবার সরকারও পরিস্কার করে দিল নিজেদের অবস্থান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের

শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের