ভারতের অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে বাংলাদেশ!
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
আগে থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনের ম্যাচ ভুন্ডুলের হুমকি। প্রাদেশিক পুলিশের সহায়তায় সেই বাধা পেরিয়ে নির্ধারিত দিনেই মাঠে গড়ালো টেস্ট। কানপুরে এর পরই নতুন করে আবির্ভাব আরেক প-কারী বৃষ্টির। অনাহুত এই আতিথির আগমনে শুরুর দিন টস হলো বিলম্বিত। সেদিন মাঠে গড়ানো ৩৫ ওভারে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭। সেই একই রান রয়েছে তৃতীয় দিন শেষেই। দ্বিতীয় দিন ভারী বর্ষণে ভেন্যুতে এসেও বল না গড়ানোর হতাশা নিয়ে ফিরতে হয় বাংলাদেশ-ভারত দলের ক্রিকেটারদের। গতকাল তৃতীয় দিনেও একই পরিণতি। তবে এবার প্রেক্ষাাপট ভিন্ন। সকাল থেকে আর নতুন করে বৃষ্টি হয়নি, দুপুরের পর মিলল সূর্যের দেখাও। তারপরও ক্রিকেটপ্রেমীদের হতাশা বাড়িয়ে ব্যাট-বলের লড়াই দেখা গেল না কানপুরে।
গ্রিন পার্ক স্টেডিয়ামে এদিন কেন খেলা হল না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সকালে ভেন্যুতে এসে শুরুতে জানতে পারেন আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। কিন্তু বেলা ১২টায় মাঠ পর্যবেক্ষণের পরে আম্পায়াররা জানান মন্দ আলোর জন্য খেলা চালু করা সম্ভব হচ্ছে না! তখনও দুই দলই হোটেলে বসে সেটির অপেক্ষা করছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় এক দৈনিকের ভাষ্যমতে ঠিক তখনই প্রেস বক্সে ছড়িয়ে পড়ে অন্য খবর। কানপুর টেস্টে বিসিসিআইয়ের স্কোরার আগলেস ত্রিপাঠি আম্পায়ারদের পরবর্তী মাঠ পরিদর্শনের সময় জানাতে গিয়ে ছোট্ট করে একটা তথ্য দিয়ে বললেন, ‘খেলা বন্ধ আছে আলোক স্বল্পতার কারণে।’ কথাটা শোনার পর উত্তর প্রদেশের ক্রিকেট নিয়মিত কাভার করা সাংবাদিকদের একটা দল হাসতে শুরু করলেন। সে হাসিতে যোগ দিলেন সেই স্কোরারও। যেন সবাই মিলে কোন এক ‘ওপেন সিক্রেট’ নিয়ে হাসাহাসি করলেন।
ওদিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জানানো হয়েছে ভিন্ন কথা। তাদের বলা হয়েছে, ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি। যদিও সকাল থেকে ভেজা আউটফিল্ড শুকানোর কোন চেষ্টা দেখা যায়নি মাঠকর্মীদের মধ্যে। ভারতীয় সাংবাদিকদের মধ্যে এ নিয়ে ফিসফাস চলছিল। কারণ, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে এমনিতেই অনেক অভিযোগ আছে। অব্যবস্থাপনার কারণে স্থানীয় সংবাদিকদের কড়া সমালোচনার মধ্যে থাকেন গ্রিন পার্কের কর্মকর্তারা। ভেজা আউটফিল্ডের কারণটা সে জন্যই নাকি সাংবাদিকদের জানানো হয়নি। বলা হয়েছে আলোক স্বল্পতার কথা। কিন্তু দুই জায়গায় দুই রকম তথ্য দিয়ে উল্টো আরও একবার যেন বিপদই ডেকে আনল উত্তর প্রদেশ ক্রিকেট।
চেন্নাই টেস্ট ২৮০ রানের হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। কানপুরের ম্যাচটি যেভাবে এগুচ্ছে তাতে ড্র’র বিকল্প কোনো সম্ভাবনাই আর নেই বললেই চলে। ম্যাচটি না হলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় ধাক্কাই খাবে ভারত। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সুযোগ মিসের আক্ষেপে পুড়তে পারে বাংলাদেশও। ১০ ম্যাচ শেষে ৭ জয় ২ হার ও এক ড্র নিয়ে শীর্ষে থাকা ভারতের ঝুলিতে ৮৭ পয়েন্ট। ৭ ম্যাচে ৩ জয় ৪ হারের পর পাঁচে থাকা বাংলাদেশ পয়েন্ট ৩৩।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত