দুই জমজ ভাইয়ে দ. আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাস
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম
পল স্টার্লিংয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে তাণ্ডব চালালেন রস আডির। পরে বল হাতে আগুন ঝরালেন তারই জমজ ভাই মার্ক আডির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে সিরিজ সমতায় শেষ করল আয়ারল্যান্ডও।
আবু ধাবিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারায় আয়ারল্যান্ড। ১৯৬ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৮৫ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।
এই ফরম্যাটে প্রটিয়াদের বিপক্ষে আইরিশদের প্রথম জয় এটি, সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয়।
আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গত আট বছরে এই প্রথম আগে ব্যাটিং করা দল জিতল।
ম্যাচে ছিল পারিবারিক আবহ। প্রথমে শিরোনামে আসেন বড় ভাই রস আডির, ৫৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার প্রথম ও দেশের তৃতীয় শতক। পরে কয়েক মিনিটের ছোট মার্ক ৩১ রানে নেন ৪ উইকেট। তার বোলিংয়েই জয়ের শক্ত ভীত থেকে ছিটকে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।
ওপেনিংয়ে স্টালিংয়ের সঙ্গে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রানের জুটি গড়েন মার্ক। শেষ ২১ ম্যাচে প্রথম ফিফটি করেন স্টালিং। তাদের এমন উড়ন্ত শুরু দুইশোর্ধো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ৩২ বলে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে তা সম্ভব হয়নি। তবে এই ভেন্যুতে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয় তারা।
৩১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রান করে আউট হন স্টার্লিং। মার্ক আউট হন ম্যাচের ১৯তম ওভারে ৫৮ বলে ৫টি চার ও ৯ ছক্কায় ঠিক ১০০ রানের ইনিংস খেলে। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল জর্জ ডকরেল (১৩ বলে ২০*)।
উইয়ান মালইডার ৫১ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। লঙ্গি এনগিদি ৪ ওভারে ২৩ রানে নেন ১ উইকেট।
জবাবে রিজা হেনরিকস ও রিয়ান রিকেলটনের ব্যাটে উড়ন্ত শুরু পায় দক্ষিণ আফ্রিকা। কিপার ব্যাটার রিকেলটন ২২ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৬ রান করে ফিরলে দ্বিতীয় উইকেটে ম্যাথিউ ব্রিৎসকে নিয়ে ৪২ বলে ৭১ রানের জুটি গড়েন হেনরিক্স। টানা দ্বিতীয় ফিফটির পথে ৩২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫১ রান করে আউট হন এই ওপেনার। ব্রিৎসক পান ক্যারিয়ারের প্রথম ফিফটি।
এই তিন টপ অর্ডার ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।
শেষ ১০ ওভারে ১০৮ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার, হাতে ছিল ৯ উইকেট। হাতে সাত উইকেট নিয়ে শেষ ৫ ওভারে দরকার ছিল ৫৩। এই ম্যাচও জিততে পারেনি প্রটিয়ারা। তাদের এই ধ্বসের কারণ মার্ক আডির। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।
ত্রিস্তান স্টাবসকে (৬ বলে ৯) কট বিহাইন্ড করে শুরু টা করেন মার্ক। এরপর একই ওভারে ফেরান উইয়ান মাল্ডার (৫ বলে ৮), ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করা ব্রিৎসক ও এসকাবায়োমজি পিটারকে (৩ বলে ৪)। শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। দক্ষিণ আফ্রিকা নিতে পারে ৭।
মার্কের সঙ্গে উইকেট শিকারে যোগ দেওয়া গ্রাহাম হিউম ২৫ রানে নেন ৩ উইকেট।
একই মাঠে বুধবার শুরু হবে দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯৫/৬ (স্টালিং ৫২, রস ১০০, ডকরেল ২০; মাল্ডার ৫১/২, এনগিদি ২৩/১)।
দক্ষিণ আফ্রিকা: ১৮৫/৯ (রিকেলটন ৩৬, হেনরিক্স ৫১, ব্রিৎসক ৫১; মার্ক ৩১/৪, হিউম ২৫/৩)।
ফল: আয়রল্যান্ড ১০ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: রস আডির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত