ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

মুমিনুলের ‘দুর্লভ’ সেঞ্চুরি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

লাঞ্চের তখন মাত্র ৪ মিনিট বাকি। রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের ওপরের বলটাকে লেগের দিকে ঠেলে এক রান নিতে পারতেন মুমিনুল হক, খুব সহজেই। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটটাকে এভাবে দেখেন না। মারার বলটা মেরে দিতে হবে, সেটা ম্যাচের যে অবস্থায়ই হোক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি এভাবে খেলেই হয়েছেন। সে সূত্র মেনে তিনি অশ্বিনের ওই বলটা নিচু হয়ে চালিয়ে দিলেন স্কয়ার লেগের দিকে। থার্ড ম্যানে থাকা মোহাম্মদ সিরাজ একটুও নড়লেন না। বলটা বাউন্ডারিতে যাওয়ার পর হেঁটে হেঁটে কুড়িয়ে থ্রো করলেন।
ততক্ষণে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ভেতর থেকে সবাই বাইরে এসে দাঁড়ালেন। মুমিনুল হেলমেট খোলার চেষ্টা করছিলেন। আর নন স্ট্রাইকে থাকা মেহেদী হাসান মিরাজ, যিনি বরাবরই সতীর্থ সাফল্য উদ্যাপন করেন, তিনি হাত উঁচিয়ে চওড়া হাসি দিতে দিতে মুমিনুলের দিকে এগোতে থাকেন। মুমিনুল ততক্ষণে হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে ব্যাট উড়িয়ে ধরলেন, সেজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন। মুমিনুলের ১৩তম সেঞ্চুরি এটি, ভারতের মাটিতে প্রথম, বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিমের পর দ্বিতীয়, তার টেস্ট ক্যারিয়ারেরও ঘরের বাইরে তার দ্বিতীয় সেঞ্চুরি। মুমিনুল দেশের বাইরে প্রথম তিন অঙ্কের দেখা পেয়েছিলেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। কানপুরে ১০ বছর পর টেস্ট সেঞ্চুরি পেলেন কোনো সফরকারী দলের ব্যাটসম্যান। ২০০৪ সালে সর্বশেষ যা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। আগের দিনই ৩৩-এ পা দেওয়া মুমিনুলের জন্য ইনিংসটি নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার শুরু হওয়া কানপুর টেস্টের বৃষ্টি-বিঘিœত প্রথম দিনটায় ৪০ রান করেছিলেন মুমিনুল। দুই দিন বিরতির পর গতকাল আবার শুরু হওয়া ম্যাচে প্রথম ড্রিংকস-বিরতির আগেই ফিফটি পেয়ে যান মুমিনুল। তিন সঙ্গীকে হারিয়ে ফেললেও মুমিনুলের ব্যাটে রানের গতি শুধু বেড়েছে। ১১০ বলে ফিফটি ছোঁয়া বাঁহাতি ব্যাটসম্যান পরের ৫০ রান করেছেন ৬২ বলে। ৫০ থেকে ১০০ পর্যন্ত যেতেই ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ইনিংসটি সাজিয়েছেন একের পর এক সুইপ শটের। ১৭২ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় সেঞ্চুরি করা পর্যন্ত ২৩টি সুইপ শট খেলেছেন তিনি। সংখ্যাটাই বলে দেয়, ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজাকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি। মুমিনুল বলের লাইন দেখেছেন, সুইপ খেলেছেন। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল পেলেই সুইপ, লেগ স্টাম্প হলে তো কথাই নেই।
মমিনুলের সেঞ্চুরির আরেকটি মহত্ত¡ আছে। ভারতে এসে বাঁহাতি ব্যাটসম্যানদের খুব একটা বড় ইনিংস খেলতে দেখা যায় না। সেটা ম‚লত অশ্বিনের কারণেই। টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যান আউট করা বলা যে ভারতের হয়ে খেলেন! ২০১৯ সাল থেকে ভারতের মাটিতে টেস্ট খেলতে আসা বলগুলোর মধ্যে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের সেঞ্চুরি মাত্র চারটি। বেন ডাকেট, উসমান খাজা, দিমুথ করুনারতেœর পর চতুর্থ ব্যাটসম্যান মুমিনুল। এই টেস্টে আবার মুমিনুল খেলেছেন তিন নম্বরে, এই পজিশনে ১৬ ইনিংস পর খেলতে নামলেন তিনি। তিন নম্বরে খেলা ৩১ ইনিংসের মধ্যে এটি মুমিনুলের ষষ্ঠ টেস্ট শতক, চারে ৩৫ ইনিংস খেলে মুমিনুলের সেঞ্চুরি সংখ্যা ৭।
৪, ৪, ৬-তিনটি স্কোরিং শটেই ৭৮ থেকে ৯২-এ পৌঁছে যাওয়ার পরই যা একটু নড়বড়ে হয়ে গিয়েছিলেন মুমিনুল। অশ্বিনের বলে একবার কাট করতে গিয়ে ক্যাচ তুললেও ঋষভ পন্ত নিতে পারেননি ক্যাচ। বল যে ব্যাটে লেগেছিল সেটি অবশ্য বোঝা গিয়েছিল আল্ট্রাএজ দেখার পর। মোহাম্মদ সিরাজের করা পরের ওভারে অবশ্য ভক্তদের ভয় ধরিয়ে দিয়েছিলেন মুমিনুল । প্রথম সিøপে অল্পের জন্য তার ক্যাচ নিতে পারেননি বিরাট কোহলি। ওই বলে ১ রান নিয়ে ৯৬-এ পৌঁছানো মুমিনুল পরের ওভারেই পেয়ে যান সেঞ্চুরি। লাঞ্চে তিনি গেছেন ১০২ রান নিয়ে। বাংলাদেশের রান তখন ৬ উইকেটে ২০৫। মুমিনুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৭ রানে।
ভারতে পঞ্চম টেস্ট খেলা মুমিনুল সে দেশে টেস্টে সর্বোচ্চ স্কোরটা কানপুর টেস্টের প্রথম দিনেই পেয়ে গিয়েছিলেন। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩৭-ই ছিল তার সর্বোচ্চ। সেই মুমিনুল আজ ফিফটির আগেই আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। সিরাজের বলে মুমিনুলের ক্যাচ নিয়েছিলেন যশস্বী জয়সোয়াল। আম্পায়ার আঙুল তোলার পর তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটারে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে লেগে গেছে যশস্বী জয়সোয়ালের হাতে। ৪৮ রানে দাঁড়ানো মুমিনুল পরের বলেই পুল করে চার মেরে পেয়ে যান ফিফটি। পুল ছাড়াও কাট-সুইপের ফুলঝুড়িও ছুটেছে মুমিনুলের ব্যাট থেকে। আর তাতেই একপ্রান্ত ধরে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিটা পেয়ে গেলেন মুমিনুল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত