চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণ বাংলাদেশ
০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। কানপুরে শেষ টেস্ট চলাকালীনই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত দলটি গতকাল অনুশীলনও করেছে প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়রে। টেস্ট সিরিজের দলে থাকা পাঁচজনও যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে।
আগামী ২০২৬ টি- টোয়েন্টি বিশ^কাপসে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই হিসেবে তারণ্য নির্ভর একটি দলকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন নির্বাচকরা। পরীক্ষা-নীরিক্ষার শুরুটা হবে এই ভারত সফর দিয়েই। এই সিরিজের দলে ঠাঁই পাওয়া তরুণরাই শোনাচ্ছেন আশার বানী। নিজেদের সবদিক থেকে এগিয়ে রাখছেন তাদেরই একজন তানজিম হাসান সাকিব। সাদা পোশাকে ভালো করতে না পারলেও রঙিন পোশাকে সব দিক থেকেই নিজেদের এগিয়ে রাখছেন তরুন এই পেসার, ‘সবদিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখব। আমরা নিজেদের শতভাগ দেব। একটা ম্যাচ জিততে গেলে প্রতিটি বিভাগে আপনাকে ভালো করতে হবে। আমরা যেন প্রতিটি বিভাগে ভালো করতে পারি এবং নিজেদের সেরাটা দিতে পারি, সেজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব জায়গায় আমাদের নজর থাকবে।’
নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৩ এর জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলেননি মিরাজ। টি-টোয়েন্টিতে ভালো করা তরুণ তুর্কি তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। তাদের সঙ্গে ভারসাম্য বাড়াবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা সমৃদ্ধ পেস আক্রমণ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা। দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। সেই শূন্যতা পূরণ করতেই এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও এবারই প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে রাকিবুল হাসানকে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর থেকে নিয়মিতভাবে পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। সেই পারফরম্যান্সের সুফল পেলেন বাঁহিত এ স্পিনার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে নিজের অনুভূতির কথা জানান রাকিবুল, ‘ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই সবার লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। আমি নিজেও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ রাকিবুল ডাক পেয়েছেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। স্বাভাবিকভাবে সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। একাদশে সুযোগ পেলে সেই চ্যালেঞ্জ জয় করতে চান বাঁহাতি এ স্পিনার, ‘চ্যালেঞ্জ সবসময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমি ভালোবাসি। চ্যালেঞ্জ থাকবেই তারপরও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কীভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন রাকিবুল। তবে সুযোগ পাননি একাদশে। হুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার স্বাদ পান তিনি। তবে জাতীয় দলের হয়ে এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ভারত সফরে ফুরাতে পারে তার সে-ই অপেক্ষা। সাকিব না থাকায় বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে তার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বিশ্বকাপ দলে থাকা তানভিরের হাত ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে খেলার বাইরে আছেন। তার জায়গায় রাকিবুলকে বিবেচনা করা হয়েছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী অনেকে ছিলেন। কিন্তু তার পারফরম্যান্স এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টিম কম্বিনেশন।’
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে ভারত সফর শেষ করবে শান্তর দল। দেখা যাক, অভিজ্ঞ আর তারুণের মিশেলে তৈরি দলটি রঙিন পোষাকে ভারত সফর কতটা রাঙাতে পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত