ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েও পারল না বাংলাদেশ
০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম
কাগজে- কলমে ফেভারিট ছিল ইংলিশরাই। তবে বোলারদের সাফল্যে আশা দেখছিল বাংলাদেশ। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনরা অল্পতেই আটকে রেখেছিলেন।ব্যাটসম্যানদের ব্যর্থতায় অবশ্য রুপকথা লেখা হয়নি বাংলাদেশের।নাগালে এসেও পাওয়া হয়নি আসরের টানা দ্বিতীয় জয়।
টানা দ্বিতীয় জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ১১৯ রান।তবে সাদামাটা ব্যাটিংয়ে রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।হার ২২ রানের।
শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। আর এক রান করে ভেঙে যায় এই জুটি। সপ্তম ওভারে রাবেয়া খান মাইয়া বুশিয়ারকে (২৩) নাহিদা আক্তারের ক্যাচ বানান।
পরের ওভারে ফাহিমা খাতুন ন্যাট স্কিভার-ব্রান্টকে (২) এলবিডব্লিউ করেন।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক হিদার নাইটকে (৬) বোল্ড করেন রিতু মনি। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার ড্যানি উইয়াট হজের (৪১) উইকেট নেন নাহিদা আক্তার।
ফাহিমা ও নাহিদা পরে অ্যালিস ক্যাপসি (৯) ও ড্যানিয়েল গিবসনকে (৭) নিজেদের দ্বিতীয় শিকার বানান।
শেষ ওভারে চার্লিস ডিনকে (৪) স্টাম্পিং করে দ্বিতীয় উইকেট নেন রিতু মনি। নেমেই ইনিংসের একমাত্র ছক্কা মারেন সোফি এক্লেসটন। তিনি ৮ ও এমি জোন্স ১২ রানে অপরাজিত ছিলেন।ফাহিমা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। সমান উইকেট পান নাহিদা ও রিতু।
লক্ষ্যটা খুব বড় ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই পৌঁছে যাওয়া যেত ১১৯ রানের জয়ের লক্ষ্যে। কিন্তু জ্যোতিদের ব্যাটিং দেখে যে কেউ সন্দেহ করতেই পারেন তারা আসলেও সেই লক্ষ্য ভাঙার জন্যই খেলছিল কিনা। ২৭ রান তুলতেই ৮ ওভার শেষ হয়ে যায় টাইগারদের।শেষদিকে চেষ্ঠা করলেও ক্রমশ কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর জয় পাওয়া হয়নি বাংলাদেশের।
রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। ১৭ রানে দুই উইকেট হারানোর পর সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। কিছুটা স্লো খেললেও দারুণ ব্যাটিং করছিলেন তারা। কিন্তু স্কোরবোর্ডে ৫২ রান জমা হতেই নিগার (১৫) রান আউটের শিকার হন। অধিনায়কের আউটে ৪৪ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙ্গে। এরপর স্বর্ণাও (২) দ্রুত বিদায় নেন।
তবে আগের ম্যাচে অভিষেক হওয়া তাজ নেহারকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সোবহানা। দ্রুত রান তুলতে গিয়ে ২৫ রানের জুটি গড়ে আউট হন নেহার। শেষ তিন ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ৩৬ রানের। বড় রানের এই চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে অনেক আগেই থামতে হয় তাদের। সর্বোচ্চ ৪৪ রান এসেছে সোবহানার ব্যাট থেকে। সোবহানা এবং নিগার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দিতে বল হাতে ভূমিকা রাখেন লিন্সে স্মিথ। ৪ ওভারে ১১ রান খরচায় তার শিকার দুটি উইকেট। এছাড়া চার্লি ডিন ২২ রানে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন সারাহ গ্লেন ও ড্যানি উইয়াট-হজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী