ফিরলেন আফ্রিদি, নেই স্টোকস
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়ার পর আবার সুযোগ পেলেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। পিঠের সমস্যায় প্রায় ৯ মাস বাইরে থাকার পর টেস্ট একাদশে জায়গা ফিরে পেলেন আমের জামালও। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট শুরুর আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। গতকাল ঘোষিত তিন পেসারের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। দলের প্রয়োজনে অফ স্পিন করতে পারেন সালমান আলি আঘা।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে অভিষেক সিরিজে চমক দেখানোর পর আর টেস্ট খেলা হয়নি জামালের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরলেও তাকে একাদশে নেয়নি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন আফ্রিদি ও নাসিম। তাদের জায়গায় খেলা মোহাম্মদ আলি ও মির হামজার পাশাপাশি খুররাম শাহজাদও এবার জায়গা হারালেন। ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের মতে, এটিই তাদের সেরা একাদশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান বলেন, স্থিতিশীলতা আনতে একই ব্যাটিং লাইন-আপ নিয়ে খেলবেন তারা।
এদিকে, গত আগস্টে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বেন স্টোকস। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ইংল্যান্ড অধিনায়ক। ফলে তাকে ছাড়াই পাকিস্তানের মাটিতে মুলতান টেস্টে নামবে সফরকারীরা। গতপরশু ঘ্যোষিত দলে অনুপস্থিত স্টোকসের নাম। তার জায়গায় অধিনায়কত্ব করবেন অলি পোপ। ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। ওই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। স্টোকস না থাকায় একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। আড়াই বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। এশিয়ার মাটিতে তিনি শেষবার খেলেছিলেন ২০১৬ সালে।
এই সংস্করণে অভিষেক হতে যাচ্ছে ২৯ বছর বয়সী ডানহাতি পেসার ব্রাইডন কার্সের। তিনি এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ওলি স্টোন ও ম্যাথু পটসকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন একাদশে। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে হারলেও কার্স কাড়েন নজর। ওই সিরিজে তিনি ৯০ কিলোমিটারের আশেপাশে গতিতে বল করেন। তিন পেসার নিয়ে সাজানো একাদশে বাকি ফাস্ট বোলার হলেন গাস অ্যাটকিনসন। এছাড়া, দুজন বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে। তারা হলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ও অফ স্পিনার শোয়েব বশির। লিচ শেষবার টেস্ট খেলেছিলেন গত জানুয়ারিতে ভারতের মাটিতে।
আজ থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। মুলতানে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে প্রথম টেস্ট।
পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আমির জামাল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।
ইংল্যান্ডের একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বশির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন