পাত্তাই পেল না বাংলাদেশ
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
তাসকিন আহমেদকে টানা দুই বলে বাউন্ডারি মারার পর মিডউইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়া। একই কায়দায় বাংলাদেশকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত।
গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ১২৮ রানের লক্ষ্য ভারত পূরণ করেছে স্রেফ ১১.৫ ওভারে।
টি–টোয়েন্টিতে বলের দিক থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় সেরা জয় এটি। গত বছর এশিয়ান গেমসে ৯৬ রান তাড়ায় ভারত জিতেছিল ৬৪ বল হাতে রেখে।
তবে একশ বা তার বেশি রানের লক্ষ্যে এটিই ভারতের সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রানের লক্ষ্য তারা ৪১ বল বাকি থাকতে ছুঁয়েছিল।
পান্ডিয়া অপরাজিত থেকেছেন ১৬ বলে ৩৯ রানে। ৫ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। অভিষিক্ত নীতিশ মাঠ ছেড়েছেন ১৫ বলে ১৬ রান করে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।
ভারতের প্রথম উইকেটটি ছিল রান আউট। সরাসরি থ্রোয়ে অভিষেক শর্মা (৭ বলে ১৬) ঝড় থামান তাওহিদ হৃদয়। তবে থামেনি ভারতের রানের গতি। ২৮ বলে আসে দলীয় ৫০।
১৪ বলের ইনিংসে ৩ ছক্কা ২ চারে ২৯ রান করে ডিপ স্কয়ার লেগে জাকের আলীকে ক্যাচ দেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। অষ্টম ওভারে বোলিংয়ে আসা মিরাজকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে রিশাদের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন (১৯ বলে ২৯)। বাংলাদেশের বোলারদের সফলতা বলতে এটুকুই।
এরপর নীতিশ-পান্ডিয়া গড়েন ২৪ বলে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি। হেসেখেলে জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে যায় মূলত প্রথম ইনিংসেই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করতে পারেন মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান শান্তর। আর কেউ ১৫ রান স্পর্শ করতে পারেনি।
ভারতের হয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা আর্শদিপ সিং। ৩১ রানে ৩টি শিকার ধরেন তিন বছর পর দলে ফেরা বরুণ চক্রবর্তী। অভিষিক্ত মায়াঙ্ক ইয়াদাভ ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রানে নেন মাহমুদউল্লাহর উইকেট। আরেক অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য।
কিছু অসম বাউন্স বাদে বল ব্যাটে এসেছে ভালোমতোই। আর এমন উইকেটেই ১৯.৫ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় ১২৭ রানে।
বলার মতো জুটি নেই একটিও। সর্বোচ্চ ২৬ রানের জুটি হয় তৃতীয় উইকেটে নাজমুল হোসেন–তাওহিদ হৃদয়ের মধ্যে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান যোগ হয় মিরাজ ও তাসকিন আহমেদের অষ্টম উইকেট জুটিতে।
নিয়মিত উইকেট হারানোর ভিড়ে ঝড় তুলতে পারেননি কেউ। সাত নম্বরে নামা মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৫ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১২৭ (পারভেজ ৮, লিটন ৪, শান্ত ২৭, হৃদয় ১২, মাহমুদউল্লাহ ১, জাকের ৮, মিরাজ ৩৫*, রিশাদ ১১, তাসকিন ১২, শরিফুল ০, মুস্তাফিজ ১; আর্শদিপ ৩.৪-০-১৪-৩, হার্দিক ৪-০-২৬-১, বরুণ ৪-০-৩১-১, মায়াঙ্ক ৪-১-২১-১, নিতিশ ২-০-১৭-০, সুন্দার ২-০-১২-১)
ভারত: ১১.৫ ওভারে ১৩২/৩ (স্যামসন ২৯, আভিশেক ১৬, সুরিয়াকুমার ২৯, নিতিশ ১৬*, হার্দিক ৩৯*; শরিফুল ২-০-১৭-০, তাসকিন ২.৫-০-৪৪-০, মুস্তাফিজ ৩-০-৩৬-১, রিশাদ ৩-০-২৬-০, মিরাজ ১-০-৭-১)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজের ভারত ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: আর্শদিপ সিং (ভারত)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত