সুযোগ পেয়েও হারাল বাংলাদেশ
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
লক্ষ্যটা খুব বড় ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই পৌঁছে যাওয়া যেত ১১৯ রানের জয়ের লক্ষ্যে। কিন্তু ৬০ রান তুলতেই ১৪ ওভার শেষ হয়ে গেলে লক্ষ্যটা আর সহজ থাকে কই? সহজ থাকেনি বাংলাদেশের জন্যও। গতপরশু রাতে শারজায় ৬ ওভারে ৫৯ রানের সমীকরণ না মেলাতে পেরে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ২১। টসে জেতা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তুলে ৭ উইকেটে ১১৮ রান। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কাটা আসে পাওয়ার প্লেতে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৫ রানের জুটি ভাঙে জ্যোতি রান আউট হলে। করে যান ২০ বলে ১৫ রান। এর পর বাংলাদেশের রান যে এক শর কাছাকাছি গেছে, তার মূলে মোশতারির ৪৮ বলে ৪৪ রানের ইনিংস। তিনবার জীবন পাওয়া মোশতারি ৫ চারে সাজানো ইনিংসটি খেলে আউট হন ঊনিশতম ওভারে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোশতারি ও জ্যোতি ছাড়া আর কারও ইনিংস দুই অঙ্কের ঘরে যায়নি।
এর আগে ইংল্যান্ডের ইনিংসে বড় রান উঠেছে শুরু ও শেষের দিকে। প্রথমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইয়া বুচিয়ের ও ড্যানি ওয়াট-হজ। তবে শুরুতে তারা ছিলেন সতর্ক, প্রথম ৩ ওভারে ওঠে মাত্র ১৩ রান। পাওয়ারপ্লের পরের তিন ওভারে ৬টি চার মেরে রানটা পঞ্চাশের কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটারই। সপ্তম ওভারে বুচিয়েরকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন বুচিয়ের। পরের ওভারে ফাহিমা এলবিডব্লুর ফাঁদে ফেলেন ন্যাট স্কিভার-ব্রান্টকে। দ্রুত দুই উইকেট হারানোর পর ইংল্যান্ড কিছুটা রয়েসয়ে খেলা শুরু করে। তবে ১২তম ওভারে রিতু মনি ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটকে ও ১৩তম ওভারে নাহিদা ওপেনার ওয়াট-হজকে (৪০ বলে ৪১ রান) তুলে নিলে আবার খেই হারায় ইংল্যান্ড।
৭ থেকে ১৫- এই আট ওভারে তারা ৪ উইকেটে তোলে মাত্র ৪০ রান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইনিংসের মাঝের ওভারে এটি ইংলিশদের সর্বনিম্ন সংগ্রহ। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ৯৮। তবে শেষ ২ ওভারে দুই উইকেট হারালেও ২১ রান যোগ করে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানধারী দলটি। এর মধ্যে রিতুর শেষ ওভারে একটি ছয়ও মারেন সোফি এক্লেসটোন। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন রিতু, নাহিদা ও ফাহিমা। তবে সবচেয়ে ভালো ইকোনমি রাখেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া।
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা। ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের বাগে পেয়েও এমন হারে সেমিফাইনালের লক্ষ্য পূরণের পথটা কঠিনই হয়ে গেল জ্যোতিদের জন্য।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত