পাকিস্তানকে হেসেখেলেই হারাল ভারত
০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম
নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা ভারত ঘুরে দাঁড়াল দারুণভাবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অনায়াসেই জয় তুলে নিল হারমানপ্রিত কৌরের দল।
দুবাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছে ভারত। পাকিস্তানের ১০৫ রান তারা পেরিয়ে গেছে ৭ বল হাতে রেখে।
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের বড় ব্যবধানে হারে ভারত। পাকিস্তানের বিপক্ষে হারলে শঙ্কায় পড়ে যেত তাদের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে ৮ ম্যাচের ৬টিই জিতল ভারত। সব মিলিয়ে, এই সংস্করণে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৬ ম্যাচে এটি তাদের ত্রয়োদশ জয়।
১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন পেসার আরুন্ধাতি রেড্ডি। দুটি শিকার ধরেন স্রেয়াঙ্কা পাটিল।
ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ২৯ রান তোলে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১ রানে হারানো পাকিস্তান ১০ ওভারে ৪ উইকেটে ৪১ রান তুলতে পারে। তখনও একপ্রান্ত আগলে রেখে রান বাড়ান নিদা দার। তার ৩৪ বল স্থায়ী ইনিংসে সর্বোচ্চ ২৮ রানে ভর করেই কোনোমতে একশ পার করে দলটি।
পুঁজি অল্প হলেও ভারতকে কিছুটা চেপে ধরে পাকিস্তান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে কেবল ২৫ রান করতে পারে ভারত, হারায় স্মৃতি মান্ধানাকে। এরপর জেমিমাহ রদ্রিগেস ও শেফারি ভার্মার জুটিতে আসে ৪৪ বলে ৪৩ রান। ৩ চারে ৩২ রান করেন শেফালি।
খানিক পর টানা দুই বলে জেমিমাহ ও রিচা ঘোষকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ভারত। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত পারেননি পাকিস্তান অধিনায়ক ফাতিমা।
চাপে পড়া ভারতকে পথে ফেরান হারমানপ্রিত। ১ চারে ২৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন তিনি আহত অবসর হয়। দল যখন জয় থেকে স্রেফ ২ রান দূরে, তখন ঘাড়ে চোট পান ভারত অধিনায়ক। মুখোমুখি হওয়া প্রথম বলেই নিদাকে চার মেরে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন দলে ফেরা সাজিভান সাজানা।
শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ভারতের পরের ম্যাচ আগামী বুধবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১০৫/৮ (মুনিবা ১৭, ফিরোজা ০, সিদরা ৮, ওমাইমা ৩, নিদা ২৮, আলিয়া ৪, ফাতিমা ১৩, তুবা ০, আরুব ১৪*, নাশরা ৬*; রেনুকা ৪-০-২৩-১, দীপ্তি ৪-০-২৪-১, আরুন্ধাতি ৪-০-১৯-৩, স্রেয়াঙ্কা ৪-১-১২-২, আশা ৪-০-২৪-১)
ভারত: ১৮.৫ ওভারে ১০৮/৪ (শেফালি ৩২, স্মৃতি ৭, জেমিমাহ ২৩, হারমানপ্রিত ২৯, রিচা ০, দীপ্তি ৭*, সাজিভান ৪*; ফাতিমা ৪-০-২৩-২, সাদিয়া ৪-০-২৩-১, নিদা ১.৫-০-১০-০, ওমাইমা ৩-০-১৭-১, নাশরা ৪-০-২১-০, তুবা ২-০-১৪-০)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: আরুন্ধাতি রেড্ডি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত