মাসুদ-শফিকের জোড়া শতকে পাকিস্তানের দিন
০৭ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম
ব্যাট হাতে দারুণ নৈপূণ্য প্রদর্শণ করলেন শান মাসুদ ও আসাদুল্লাহ শফিক। দুজনেই উপহার দিলেন সেঞ্চুরি ইনিংস। তাদের ব্যাটেই শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে প্রথম দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮৬ ওভারে ৪ উইকেটে ৩২৮ রান। নাসিম শাহকে নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিন শুরু করবেন ৩৫ রান নিয়ে ব্যাট করা সউদ শাকিল।
ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দুই সেশনে স্রেফ একটি উইকেট নিতে পারে ইংল্যান্ড। শেষ সেশনে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা।
১৭৭ বলে ১৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন মাসুদ। শফিকের ব্যাট থেকে এসেছে ১৮৪ বলে ১০২ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৩৩৮ বলে ২৫৩ রানের জুটি। দিনের দুই তৃতীয়াংশই পার করেছেন তারা।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটে নেমে চতুর্থ ওভারে দলীয় ৮ রানে সাইম আয়ুবকে হারায় পাকিস্তান। গুস অ্যাটকিনসনের বলে কট বিহাইন্ড হন আয়ুব। এরপর ইংলিশ বোলারদের হতাশা উপহার দেয় মাসুদ-শফিক জুটি।
বর্তমান খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। সবশেষ ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের বিপক্ষে। মাসুদের নিজের ফর্ম নিয়েও সমালোচনা হয়েছে বেশ। মাসুদ-শফিক জুটি যেন দিয়ে চলছিল সবকিছুর উত্তর।
স্রেফ ১০২ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন মাসুদ। চার বছর আর ২৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন মাসুদ। মাঝের সময়ে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৬০ রানের।
এই সেঞ্চুরি দিয়ে দুটি কীর্তিও গড়েছেন মাসুদ। অধিনায়ক হিসেবে এটি তার প্রথম সেঞ্চুরি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসবাহ-উল হকের ৫৬ বলে সেঞ্চুরির পর এটাই পাকিস্তানের দ্রুততম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানি অধিনায়কদের মধ্যেও মিসবাহর সেই ৫৬ বলের সেঞ্চুরির পর এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
পাকিস্তানের হয়ে এর চেয়ে কম বলে টেস্টে সেঞ্চুরি করেছেন অনেকে। শহীদ আফ্রিদিরই দুটি সেঞ্চুরি আছে ৭৮ বলে। মাজিদ খান ৭৪ বলে সেঞ্চুরি করেছেন। এ ছাড়া সরফরাজ আহমেদ ৮০, কামরান আকমল ৮১, ওয়াসিম আকরাম ৮৬, আবদুল রাজ্জাক ৯২ ও শহীদ আফ্রিদি ৯৬ বলে টেস্টে সেঞ্চুরি করেছেন। কিন্তু এর কোনোটিই অধিনায়ক হিসেবে বা ২০১৪ সালের মিসবাহর সেই সেঞ্চুরির পরে নয়।
এদিন সেঞ্চুরি করেই থামেননি মাসুদ। তুলে নিয়েছেন দেড়শ রান। জ্যাক লিচকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে তিনি ১৭৭ বলে ১৫১ রানের ইনিংসটি সাজান ১৩টি চার ও ২ ছক্কায়।
মাসুদ ফেরার তিন ওভার আগেই ১৮৪ বলে ১০টি চার ও ২ ছক্কায় ১০২ রান করে আউট হন শফিক। তার বিদায়েই ভাঙে আড়াইশর্ধো রানের সেই জুটি। অ্যাটকিনসনের বলে কাভারে ধরা পড়েন শফিক। এই ওপেনারের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এটি।
দুই রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম ও শাকিল। দিনের শেষ ওভারের আগের ওভারে ক্রিস ওকসের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন বাবর (৭১ বলে ৩০)। ভাঙে চতুর্থ উইকেটে ১৩২ বলে ৬১ রানের জুটি।
নাইটওয়াচম্যান হিসেবে আসেন নাসিম। ৩ বল খেলে তিনি কোনো রান করতে পারেননি। ৭২ বলে ৫ চারে ৩৫ রানে অপরাজিত শাকিল।
ছয়জন বোলার ব্যবহার করেছেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। ১৫ ওভারে ২ মেডেনসহ ৭০ রানে ২ উইকেট নিয়ে দিনের সফলতম বোলার অ্যাটকিনসন। সমান ওভারে ৫৮ রানে একটি উইকেট নেন ওকস। অন্যটি লিচের। ১৮ ওভারে ৭১ রান দিয়ে উইকেটশূন্য আরেক স্পিনার শোয়েব বশির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত