পরিকল্পনার অভাবেই এমন হার
০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম
পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সেই আনন্দের স্মৃতি মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি নাজমুল হোসেন শান্তদের। ভারতে প্রথম টেস্টে বড় হারের পর বৃষ্টিবিঘিœত দ্বিতীয় টেস্টেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে বিষাদে হার দিয়ে। প্রথম ম্যাচে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে দলটি। এমন হারের পর নিজেদের দুর্বল পরিকল্পনা এবং বোর্ডে পর্যাপ্ত রান না তুলতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতপরশু রাতে গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৪৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক দলটি। এদিন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বিবর্ণ ছিল টাইগাররা। একমাত্র মেহেদী হাসান মিরাজ ৩৫ রানে অপরাজিত থেকেছেন। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি। বল মোকাবেলা করেছেন ৩২টি। অধিনায়ক শান্তর সেট হয়েছিলেন ২৫ বলে করেন ২৭ রান। এছাড়া কোনো ব্যাটারই ১২ রানের বেশি করতে পারেননি।
ইনিংসের শুরু থেকেই ব্যাকফুটে ঢুকে যায় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ওপেনার লিটন দাস দুই বলে চার এবং পারভেজ হোসেন ইমন নয় বলে আট করে আউট হন। ফলে ৩৯ রানের বেশি আসেনি প্রথম ছয় ওভারে। তরুণ তাওহীদ হৃদয়ও একের পর এক ডট বলের চাপে ভেঙে পড়েন, স্পিডস্টার মায়াঙ্ক যাদবের ওভারে দিয়েছেন মেডেন। পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হন লং-অনে। ১৮ বলে ১২ রান করে হৃদয় বিদায় নেওয়ার ৪০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর প্রয়োজন ছিল দেখে শুনে সতর্কতার সঙ্গে ব্যাটিং। তারজন্য আদর্শ ব্যাটার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার তার পরিবর্তে যাদবকে ডাউন দ্য উইকেটে চার্জ করেন এবং ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে দুই বলে এক রানে আউট হন।
পাওয়ারপ্লেতে খারাপ শুরু এবং ব্যাটসম্যানদের অত্যধিক উত্তেজনাপূর্ণ ব্যাটিং প্রদর্শনই হারের মূল কারণ বলে জানিয়ে শান্ত বলেন, ‘আমরা ভালো শুরু করিনি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা শুরুটা ভালো করিনি। পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলা এবং প্রথম বল থেকেই ইন্টেন্ট নিয়ে খেলা কিন্তু আমাদের কিছু ওভার ম্যানেজ করতে হয়েছে। পরের ম্যাচগুলোর জন্য আমাদের আরও ভালো পরিকল্পনা দরকার।’ বাংলাদেশ ইনিংসে আইনি ১২০ ডেলিভারির মধ্যে ৫০টি ডট বল খেলেছিল। স্ট্রাইক রোটেট করতে না পারার ব্যর্থতা দলকে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন শান্ত, ‘আমাদের স্ট্রাইক রোটেটিংয়ে ফোকাস করতে হবে, টি-টোয়েন্টি শুধু আঘাত করা নয়। আমরা যদি উইকেট হাতে রাখি তাহলে আমরা ভালো স্কোর পেতে পারি।’
সাদামাটা লক্ষ্যে ভারতীয় ব্যাটারকে খুব কমই পরীক্ষার মধ্যে ফেলতে পেরেছে বাংলাদেশের বোলাররা। যে পিচে খাবি খেলেন বাংলাদেশের ব্যাটাররা, সেই একই পিচে পরের অংশে তাÐব চালালেন ভারতের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে বাহারি সব শট খেললেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। এতে ওভারপ্রতি দশের বেশি গড়ে রান তুলে ৪৯ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে ফেলল স্বাগতিকরা। হার্দিক ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া, অধিনায়ক সূর্যকুমার ১৪ বলে ২৯ ও সঞ্জু স্যামসন ১৯ বলে ২৯ রান করেন।
বাংলাদেশের তিন পেসার মোটেও সুবিধা করতে পারলেন না। প্রচুর রান দিলেন। তাসকিন ২.৪ ওভারে ৪৪ রান খরচায় থাকলেন উইকেটশ‚ন্য। শরিফুল ইসলাম ২ ওভারে দিলেন ১৭ রান। ১ উইকেট নিলেও মুস্তাফিজুর রহমানের ৩ ওভারে উঠল ৩৬ রান। লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২৬ রান দিয়ে উইকেটের দেখা পেলেন না। মেহেদী হাসাম মিরাজ একমাত্র ওভারে ৭ রানে নিলেন ১ উইকেট। বাকিটি রানআউট। ৪৯ বল বাকি রেখেই জয়। তারপরও বোলারদের দোষ দেননি শান্ত, ‘এরকম পিচে বোলারদের জন্য এটা খুব কঠিন। আমাদের আরও রান দরকার। কিন্তু আমি মনে করি রিশাদ ভালো বোলিং করেছে এবং মুস্তাফিজও।’
এই উৎসাহ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারবো তো শান্তর দল! তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল দিল্লিতে। আইপিএল খেলার সুবাদে এই মাঠের চৌহদ্দি দারুণ চেনা মুস্তাফিজের। জাতীয় দলের হয়ে এবার জ্বলে উঠতে পারেন নি-না সেটিই দেখার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত