আয়ারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশে আসছে দ. আফ্রিকা
০৮ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তবে শেষটা ভালো হলো না দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ সফরে আসছে প্রটিয়ারা।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার আইরিশদের কাছে ৬৯ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২৮৫ রানের লক্ষ্যে স্রেফ ২১৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
৫০ ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয়বার হারল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার হেরেছিল ২০২১ সালে মালাহাইডে।
আরব আমিরাত সফরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আট ম্যাচ খেলে চারটিতেই হারল প্রোটিয়ার। আফগানিস্তানের কাছে ৩-ম্যাচের ওয়ানডে সিরিজে হেরেছিল ২-১ ব্যবধানে। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করে ১-১ ড্র। সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর হারল শেষ ম্যাচে।
এবার ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা।
আয়ারল্যান্ডের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পল স্টার্লিং। অধিনায়কের ৯২ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৮৮ রানের ইনিংসের কল্যাণেই বড় সংগ্রহ পায় দলটি।
অ্যান্ডি বালবার্নির (৭৩ বলে ৪৫) সঙ্গে প্রথমে উপহার দেন ১০১ রানের উদ্বোধনী জুটি। এরপর কার্টিস ক্যাম্ফারকে (৩৬ বলে ৩৪) নিয়ে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন ৫৮ রানের। এরপর হ্যারি টেক্টরের সঙ্গে জুটিটা জমাতে পারেননি।
স্টার্লিং ফিরলেও শক্ত ভীতে দাঁড়িয়ে ৪৮ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ আনার পথে অবদান রাখেন টেক্টর। টেক্টর ও লোরকান টাকার (২৮ বলে ২৬) চতুর্থ উইকেট যোগ করেন ৫৪ রান। তাদের দল করে ৯ উইকেটে ২৮৪ রান।
৫৬ রানে ৪ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস নিজের শেষ ২ ওভারে পেয়েছেন ৩ উইকেট। ৮ ওভারে ৩২ রানে ২টি করে উইকেট নেন ওটানিল বার্টম্যান ও আন্দিলে ফেহলুকায়ো।
রান তাড়ায় ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে ৯৩ বলে সর্বোচ্চ ৯১ রান করেন মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলা জেসন স্মিথ।
পঞ্চম ওভারেই ১০ রানেই ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। একে একে ফিরে যান রায়ান রিকেলটন, রিজা হেনড্রিকস ও ভারপ্রাপ্ত অধিনায়ক রেসি ফন ডার ডুসেন। ৫৯ রানে কাইল ভেরাইনারও (৩৮) বিদায়ের পর জেসন স্মিথ ব্যাটিংয়ে নামেন।
২০ রান পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ট্রিস্টান স্টাবসও (২০)। এরপর আন্দিলে ফিকোয়াওকে (২৩) নিয়ে ৪৭ রানের জুটি গড়া স্মিথ ফেরেন ৪৫তম ওভারে দলকে ২০৯ রানে রেখে নবম ব্যাটসম্যান হিসেবে।
দুই আইরিশ পেসার গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং নিয়েছেন ৩টি করে উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত