বিয়ে সারতে সিরিজের মাঝপথে দেশে ফিরছেন স্টোন
০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
বিয়ে সারতে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই দেশে ফিরছেন ওলি স্টোন। দ্বিতীয় ম্যাচে তাই এই পেসারের খেলা অনেকটাই অনিশ্চিত।
চলমান মুলতান টেস্ট শেষ হবে ১১ অক্টোবর। পরিকল্পনা ছিল ঐ দিনই দেশের বিমান ধরার। কিন্তু সিরিজের প্রথম টেস্টের একাদশে নেই স্টোন। যে কারণে বুধবার দেশে ফেরার কথা রয়েছে তার। গণমাধ্যমের খবর, শনিবার বিয়ে সারবেন এই ৩০ বছর বয়সী। তবে কবে তিনি দলে যোগ দেবেন তা জানানো হয়নি।
সিরিজের মাঝে বিয়ের এমন সিদ্ধান্তকে ‘কিছুটা পাগলাটে তবে মধুর সমস্যাও’ হিসেবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন স্টোন। তার দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩ সালের গ্রীষ্মে। হবু স্ত্রী বিষয়টি কিভাবে দেখছেন সেটিও জানান স্টোন।
‘আমাকে যখন শ্রীলঙ্কা সিরিজের ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হলো, জেস আর আমি ভাবছিলাম পাকিস্তান সিরিজেও দলে রাখলে কী হবে! জেস বলছিল, বিয়েটা সে পেছাতে রাজি আছে। কিন্তু আমার মনে হয়েছে দেখি, সব ঠিকঠাক রেখে এগোনো যায় কি না। সে আমার জন্য যে ছাড়টা দিয়েছে, আমি অন্তত চেষ্টা করে দেখি।’
স্টোন-জেসের সিদ্ধান্তের বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ব্যবস্থাপনা পরিচালক রব কী। তারা সম্মতি দেওয়ায় আর স্টোনকে কোনো সমস্যায় পড়তে হয়নি।
এর আগে ১৯৮৪ সালে একবার ইংল্যান্ড সফরের জন্য আরেক ইংলিশ পেসার টনি পিগট নিজের বিয়ে স্থগিত করেছিলেন। এ ছাড়া বর্তমানে ইংল্যান্ডের সেরা টেস্ট ব্যাটার জো রুটও নাকি একইভাবে বিয়ে পিছিয়েছিলেন তিন দফায়। তিনি জানান, ভিন্ন ভিন্ন সফরের জন্য আমি ও ক্যারিকে (স্ত্রী) তিনবার বিয়ে পেছাতে হয়েছিল।
স্টোনের বিয়ের জন্যও শুভকামনা জানিয়েছেন রুট।
‘যে কারও জীবনে এটি কোনো বিশেষ মুহূর্ত। আমি তার এই নতুন জীবনের জন্য রোমাঞ্চিত। আমি নিশ্চিত নিজের পরিকল্পনা সফল করতে সেই যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, কারণ তার ও হবু স্ত্রীর কাছে এই মুহূর্তটা অন্যরকম। তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আমরাও তার এই মুহূর্ত উদযাপন করব।’
৫ বছর আগে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৫টি টেস্ট খেলেছেন স্টোন। এর মধ্যে চলতি গ্রীষ্মেই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন। তিন বছর পর ফরম্যাটটিতে ফিরে ম্যাচ দুটিতে নিয়েছেন ৭ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত