গোয়ালিয়র ধাক্কায় র্যাঙ্কিংয়েও ধ্বস
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে পাত্তাই পায়নি বাংলাদেশ। রিপোর্টটি যখন লেখা হচ্ছে তখন দিল্লিতে দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। এতক্ষনে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ভাগ্যে। তবে তার আগে এদিনই আইসিসি প্রকাশিত ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদে বাজে এক সংবাদ নিয়েই ম্যাচটি খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। গোয়ালিয়রে অসহায় আত্মসমর্পনের জোর ধাক্কা লেগেছে টাইগারদের র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।
গোয়ালিয়রে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২ রান করতে ১৮ বল খেলেন তাওহীদ হৃদয়। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার আগে আর কেউ নেই। প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়ে ৪২ নম্বরে, মাহমুদউল্লাহ এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৯ নম্বরে। তাদের পেছানোর মিছিলে এক ধাপ এগিয়েছেন অধিনায়ক শান্ত। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তার পরের স্থানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারেই কাক্ষিত ঠিকানায় পৌঁছে যায় ভারত। বেধড়ক পিটুনি হজম করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। সেই ধাক্কা লেগেছে বোলারদের র্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন। প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকা শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন একটিই। বাংলাদেশের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে আনরিক নরকিয়ার সঙ্গে যৌথভাবে আট নম্বরে আছেন আর্শদিপ সিং। এক নম্বর স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় সেরা তিনে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ লাফিয়ে তিন নম্বরে উঠেছেন পান্ডিয়া। অবসরের ঘোষণা দেওয়ায় র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন রিশাদ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত