মুলতানের ‘মহাসড়কে’ পিষ্ট পাকিস্তান
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
প্রথম দিনের খেলার পরই মুলতানের নিষ্প্রাণ উইকেটের সমালোচনায় মেতেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। মাইকেল ভন এই মাঠের উইকেটের তুলনা টেনেছিলেন মহাসড়কের সঙ্গে। পাকিস্তান সাড়ে পাঁচশো ছাড়ানো পুঁজিতে ইংলিশ বোলাররা হতাশা টের পেয়েছেন বিস্তর। এবার সেই ‘মহাসড়কে’ জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রæকদের ব্যাটে নাজেহাল অবস্থা স্বাগতিক পাকিস্তানিদেরও।
পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে গতকাল তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯১ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। ৩৫তম সেঞ্চুরিতে নিজেকে রাঙিয়ে ডাবল সেঞ্চুরির দিকে আছেন রুট। নিজের চিরায়ত ঢঙয়ে আগ্রাসী সেঞ্চুরি করে অপরাজিত ব্রæক। এর আগে জ্যাক ক্রলি ও বেন ডাকেটও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমেছেন। হাতে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ড প্রতিপক্ষ থেকে পিছিয়ে আর কেবল ৬৪ রানে। চতুর্থ দিনে লিড নিয়ে ম্যাচের লাগাম নেওয়ার মতন অবস্থায় চলে যেতে পারে তারা। চরম হতাশার দিনে পাকিস্তান উইকেট ফেলতে পেরেছে ¯্রফে দুটি। ইংল্যান্ড তুলে নিয়েছে ৩৯৫ রান!
আগের দিনের ১ উইকেটে ৯৬ রান নিয়ে নেমে আর ১৭ রান যোগ করে ফিরে যান ক্রলি। এরপর ডাকেটকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়ে তুলেন রুট। জুটিতে ডাকেটই ছিলেন অগ্রণী। ওয়ানডে মেজাজে রান বাড়িয়েছেন তিনি। ৭৫ বলে ১১ চারে ৮৪ করে আমের জামালের বলে এলবিডবিøউতে বিদায় নেন বাঁহাতি ব্যাটার। এরপরও বিশাল জুটিতে দিন পার করে সফরকারী দল। রুট-ব্রæক জুটিতে চলে আসে ২৪৯ রান। ১৭৩ বলে ১২ চার, ১ ছক্কায় ১৪১ রানে অপরাজিত ব্রæক। রুট বরং খেলছেন প্রান্ত আগলে। ২৭৭ বলে ১২ চারে ১৭৩ করে আভাস দিচ্ছেন আরেকটি ডাবল সেঞ্চুরির।
ডাবল হচ্ছে কি-না সেটা সময়ই বলে দেবে। তবে তার আগেই এই ইনিংসে যা করলেন তাতেই ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান বনে গেছেন রুট। এদিন লাঞ্চের একটু আগ তিনি পেছনে ফেলেন অ্যালেস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন রুট। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান সেই দ‚রত্ব ঘুচিয়ে ফেললেন মুলতানের ২২ গজে। ২৯১ ইনিংস খেলে ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ২০১৮ সালে অবসরে যাওয়া কুক। তাকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। রেকর্ডটি নিজের করে নেওয়ার সময় ১৪৭ টেস্টে রুটের ব্যাটিং গড় ৫০.৯১। কুক ক্যারিয়ার শেষ করেছেন ১৬১ টেস্টে ৪৫.৩৫ গড় নিয়ে।
কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট। এই ইনিংসে আরও একবার তিন অঙ্ক ছুঁয়ে তার সেঞ্চুরি সংখ্যা এখন ৩৫। ইংল্যান্ডের হয়ে ৯ হাজার রান বা ২৪টি সেঞ্চুরি নেই আর কারও। ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত