ব্রুকেট ট্রিপল সেঞ্চুরি, রুটের ডাবল, ৪৫৪ রানের জুটি, মুলতানে আরও যত রেকর্ড
১০ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম
মুলতানে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ সব কীর্তি গড়েছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। ৩৭৫ বলে ১৭ চারে রুট খেলেছেন ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস। আর ব্রুক ৩২২ বলে ২৯টি চার ও ৩ ছক্কায় করেছেন ক্যারিয়ার সেরা ৩১৭ রান। দুজনে চতুর্থ উইকেটে গড়েছেন ৪৫৪ রানের রেকর্ড জুটি।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন বৃহস্পতিবার তাদের এমন মহাকাব্যিক ইনিংসের দিনে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে ঘোষণা করে প্রথম ইনিংস। ২৬৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান লড়ছে হার এড়াতে।
টেস্টে ইংল্যান্ড ইনিংসে যত রেকর্ড
৮২৩/৭ (ডিক্লে.)
ইংল্যান্ডের এই রান পাকিস্তানের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ। ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ইনিংস এটি। তাদের আগের সর্বোচ্চ ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে, ৯০৩/৭ (ডিক্লে.)। আর টেস্টে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড শ্রীলঙ্কার ৯৫২/৬ (ডিক্লে.), ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ আর পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ। টেস্ট ইতিহাসে এই প্রথমবার এক ইনিংসে পাকিস্তানের ৫ জন বোলার ১০০ রানের বেশি খরচ করেছেন।
৪৫৪
ইংল্যান্ডের যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ১৯৫৭ সালে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিটার মে ও কলিন কাউড্রের ৪১১ রানের।
৪৫৪ রানের এই জুটি এখন ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের ৪৪৯ রান, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল জস বাটলার ও জ্যাক ক্রলির। ২০২০ সালে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। মুলতানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রুট ও ব্রুক, গড়েছেন অবিচ্ছিন্ন ৪৫৪ জুটি। পাকিস্তানি ফিল্ডারদের সাহায্য ছাড়া অবশ্য এই রেকর্ড গড়া সম্ভব ছিল না। ব্যক্তিগত ১৮৬ রানের সময়ে রুটের সহজ ক্যাচ ছাড়েন বাবর আজম। তখন ইংল্যান্ডের দলীয় রান ৫০৭।
২০
টেস্টে এক ইনিংসে দুজনের ডাবল সেঞ্চুরি দেখা গেল এ নিয়ে ২০ বার। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়বার।
২
ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে দুই ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা এটি। রুট ও ব্রুকের আগে এই রেকর্ড ছিল গ্রায়েম ফাওলার ও মাইক গ্যাটিংয়ের, সেটি ৩৯ বছর আগে। ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে দুজন ডাবল সেঞ্চুরি করেছিলেন।
২৬২
টেস্টে এর আগে রুটের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৫৪। সেটিও তিনি খেলেছিলেন এই পাকিস্তানের বিপক্ষে, ২০১৬ সালে ম্যানচেস্টারে।
৬
টেস্টে রুটের ডাবল সেঞ্চুরি এখন ৬টি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি ওয়ালি হ্যামন্ডের। এই কিংবদন্তি ৮৫ টেস্টের ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছেন ৭টি। তাঁর পরই অবস্থান রুটের। তালিকায় তৃতীয় অ্যালিস্টার কুক (৫)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড কেড়ে নেওয়ার পর কুককে মুলতানে ডাবল সেঞ্চুরিতেও ছাড়িয়েছেন রুট।
১
রুটের ভারত ও শ্রীলঙ্কার মাটিতেও ডাবল সেঞ্চুরি আছে, সফরকারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র রুটই এই রেকর্ড গড়েছেন।
২০ হাজার
আজকের ইনিংস খেলার পথে ২০ হাজার আন্তর্জাতিক রানও করেছেন রুট। ৪৫৮ ইনিংসে ছুঁয়েছেন এই মাইলফলক, যা চতুর্থ দ্রুততম। সবচেয়ে দ্রুততম ২০০০০ রান করেছেন বিরাট কোহলি (৪১৭ ইনিংসে।)
৩১৭
ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি এটি। এর আগে ব্রুকের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রুক। আজ হেসেখেলে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। পরে সেটাকে রূপ দেন ট্রিপলে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি।
৬
ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
২০১৯
টেস্টে এর আগে সবশেষ ট্রিপল সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেটিও পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার।
২
ব্রুক ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দেয়ার ঘোষণা বেস্ট হোল্ডিংস লিমিটেডের