রুট-ব্রুক বীরত্বের পর পাকিস্তানের ব্যাটিং ধ্বস
১০ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
যে পিচে ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড গড়ে রানের বন্যা বইয়ে দিলেন জো রুট, হ্যারি ব্রুকরা, সেই পিচেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। সড়কের মতো উইকেটেও আত্শঘাতি ব্যাটিং করলেন আব্দুল্লাহ শফিক, বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানরা। অবিশ্বাস্য ধ্বসে এখন হারের প্রহর গুনছে দলটি।
মুলতান টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাতে শেষ দিনে এখনও ১১৫ রান করতে হবে স্বাগতিকদের।
একটা সময় তো মনে হচ্ছিল চতুর্থ দিনেই না ম্যাচ শেষ হয়ে যায়! সেটা সম্ভব হয়নি সালমান আঘা ও আমের জামালের সহায়তায়। দুজনে কাটিয়ে দেন দিনের প্রায় শেষ ঘণ্টা। ১২.৪ ওভারে ৭০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা। ৪১ রানে ব্যাট করছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সালমান, ২৭ রানে জামাল।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন গুস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। একটি করে নেন ক্রিস ওকস ও জ্যাক লিস।
ইনিংসের প্রথম বলেই আব্দুল্লাহ শফিকের স্টাম্প ছিটকে দেন ওকস। টেকেননি প্রথম ইনিংসে দেড়শ করা মাসুদও। টানা দুই বলে বিদায় নেন বাবর ও আয়ুব। খানিক পর একই পথ ধরেন রিজওয়ান। ৫৯ রানে ৫ উইকেট হারানো পাকিস্তান খানিক পর সউদ শাকিলকেও হারালে স্কোর বোর্ড হয়ে যায় ৬ উইকেটে ৮২! এরপর পাকিস্তানকে এদিনের মতো বাঁচান সালমান ও জামাল।
তবে দিনের গল্পটা রুট ও ব্রুককে নিয়ে। দুজনের আগের দিনের জুটি এদিন বিচ্ছিন্ন হওয়ার আগে গড়েন দারুণ সব রেকর্ড। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৪৫৪ রান। ইংল্যান্ডের যে কোনো উইকেটে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১৯৫৭ সালে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিটার মে ও কলিন কাউড্রের ৪১১ রানের।
৪৫৪ রানের এই জুটি এখন ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের ৪৪৯ রান, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল জস বাটলার ও জ্যাক ক্রলির। ২০২০ সালে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। মুলতানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রুট ও ব্রুক, গড়েছেন অবিচ্ছিন্ন ৪৫৪ জুটি। পাকিস্তানি ফিল্ডারদের সাহায্য ছাড়া অবশ্য এই রেকর্ড গড়া সম্ভব ছিল না। ব্যক্তিগত ১৮৬ রানের সময়ে রুটের সহজ ক্যাচ ছাড়েন বাবর আজম। তখন ইংল্যান্ডের দলীয় রান ৫০৭।
টেস্টে রুটের ডাবল সেঞ্চুরি এখন ৬টি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি ওয়ালি হ্যামন্ডের। এই কিংবদন্তি ৮৫ টেস্টের ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছেন ৭টি। তাঁর পরই অবস্থান রুটের। তালিকায় তৃতীয় অ্যালিস্টার কুক (৫)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড কেড়ে নেওয়ার পর কুককে মুলতানে ডাবল সেঞ্চুরিতেও ছাড়িয়েছেন রুট।
ব্রুক খেলেছেন ৩২২ বলে ২৯টি চার ও ৩ ছক্কায় ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস। তার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি এটি। এর আগে ব্রুকের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রুক। আজ হেসেখেলে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। পরে সেটাকে রূপ দেন ট্রিপলে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি।
ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
টেস্টে এর আগে সবশেষ ট্রিপল সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেটিও পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার।
ব্রুক ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
পাকিস্তানে তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা, নিহত ১৬ সেনা