বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

দিল্লির ধাক্কায় কাঁপছে গামিনির মসনদ

Daily Inqilab ইমরান মাহমুদ

১১ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম

পাওয়ার প্লে-তে ৪৫ রানে নেই ভারতের ৩ উইকেট। গেয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি বাজেভাবে হারের পর সিরিজে ফেরার স্বপ্ন বুনছিল বাংলাদেশ। তবে ওখানেই শেষ নাজমুল হোসেন শান্তদের লড়াই। আরেকটি অপরপিক্ক ক্রিকেটের প্রদর্শনীতে বড় হারের লজ্জা নিয়ে তিন ম্যাচ সিরিজটি এক ম্যাচ আগেই খুইয়ে বসেছে টাইগার শিবির। গতপরশু রাতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। দিল্লিতে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে তোলে ২২১ রান। বাংলাদেশ সামান্য চ্যালেঞ্জ জানাতেও পারেনি। ২০ ওভার পুরো খেলে তাদের সংগ্রহ ১৩৫ রান। প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৭ উইকেটে। হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল হায়দরাবাদে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে এখনও নিজেদের পায়ের নীচের মাটি সেভাবে খুঁজে পায়নি বাংরাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স সেটিকে সামনে আনে মোটা দাগেই। তারপরও এই সংস্করণের বর্তশান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যে বুমেরাং হয়েছে সেটি দিনের আরোর মতো পরিস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমদের দিকে শুরুর প্রশ্নটাও গিয়েছে এই প্রসঙ্গে। এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যায় এই পেসার বলেছেন, ‘পাওয়ারপ্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গিয়েছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’

বাংরাদেশ পারেনি নিয়ন্ত্রিত বোলিং করতে। তাতে ভারতের রানের পারদ উঠেছে তরতরিয়ে। বাংলাদেশ বোলিংয়ের সূচনা করে মেহেদী হাসান মিরাজকে দিয়ে। তিন বাউন্ডারিতে প্রথম ওভার থেকে ভারত রান তোলে ১৫। তবে শুরুতে উইকেট ছিল একটু মন্থর, বল থমকে আসে ব্যাটে। তাসকিন আহমেদের তেমন এক ডেলিভারিতেই আউট হন সাঞ্জু স্যামসন (৭ বলে ১০)। একটু পর মুস্তাফিজুর রহমানের কাটারে আউট হন সুরিয়াকুমার ইয়াদাভ (১০ বলে ৮)। এই দুই উইকেটের মাঝে তানজিম হাসানের ১৪৭ কিলোমিটার ছাড়ানো ডেলিভারি স্টাম্পে টেনে আনেন আভিশেক শার্মা (১১ বলে ১৫)। ভারতের রান তখন ৩ উইকেটে ৪১। পঞ্চাশ ছুঁতে পারে তারা সপ্তম ওভারে।

শুরুতে টপাটপ ঐ তিন উইকেটের উচ্ছ্বাস মিইয়ে জেতে সময় লাগেনি। নিতিশ ও রিঙ্কু সিংয়ের পাল্টা আক্রমণে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় প্রবলভাবে। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই চারটি চার ও সাত ছক্কায় ৩৪ বলে ৭৪ রান করেন নিতিশ। তৃতীয় ফিফটিতে ২৯ বলে ৫৩ করেন রিঙ্কু। ১০৮ রানের জুটি গড়েন তারা কেবল ৪৯ বলেই। এরপর হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রান, দুই ছক্কায় রিয়ান পারাগ করেন ৬ বলে ১৫। ইনিংসের শেষ ওভারে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার চার ওভার থেকে রান আসে ৫৫। ভারতের এমন রান জোয়ারেও চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তাসকিন। নিজের ভালো বোলিংও এদিন সান্ত¦না জোগাতে পারেনি এই পেসারকে। ভারতয়ী ব্যাটরার স্পিনারদের চার-ছক্কায় ওড়াচ্ছিলেন স্বাচ্ছন্দ্যে। রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহর ৮ ওভারে নীতিশসহ অন্য ভারতীয়রা ১১৬ রান নিয়েছেন। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হয়েছে উল্টোটা। ভারতের ৯ ওভার স্পিনে মাত্র ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে সেখানেই। সতীর্থ স্পিনারদের জন্য হতাশা ফুটেছে তার কণ্ঠেও, ‘আজ (গতপরশু) স্পিনারদের দিনটা একটু বেশিই খারাপ গিয়েছে। আর ওদের রানটা যখন বেশি হয়ে গিয়েছে, তখন মারতে গিয়ে আউট হয়েছে। আসলে শুরুতে উইকেট পড়ে গেলে খুব কঠিন হয়ে যায়।’

রান তাড়ায় আর্শদিপ সিংয়ের প্রথম ওভারে তিনটি চার মারেন পারভেজ হোসেন ইমন। তবে দ্রুতই ভেঙে পড়ে টপ অর্ডার। ৪৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। পরে ব্যর্থ হন জাকের আলি, মিরাজ, রিশাদরাও। মাহমুদউল্লাহ দীর্ঘক্ষণ আটকে রাখেন এক প্রান্ত। তবে শেষ পর্যন্ত খুব একটা কাজে লাগেনি তার ইনিংস। তিনটি ছক্কা মারলেও ৪১ রান করতে ৩৯ বল খেলেন তিনি। ভারতের সাত বোলার হাত ঘুরিয়ে উইকেটের স্বাদ পান সবাই। ৭৪ রানের পর বোলিংয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা নিতিশ। রানপ্রসবা দিল্লি বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। দিল্লির ব্যাটিং সহায়ক উইকেট নিয়ে তাসকিনের কথা, ‘আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।’ তাহলে ভারত পারলো বাংলাদেশ কেন পারলো না? এমন প্রশ্নের জবাবে সেই পুরনো কাসুঁন্দি ঘাঁটলেন তাসকিন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’

ঘরের মাঠে সেøা উইকেটে খেলে বাইরে গিয়ে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের ব্যাটাররা। তাহলে এই হারের পর কি দেশের উইকেটকে কাঠগড়ায় তুলছেন তাসকিন! পরিস্কার করলেন সেটি, জানালেন ঘরের উইকেট ভালো করার আকুতিও, ‘তারা নিয়মিত ১৮০ থেকে ২০০ রান করে। ঘরের মাঠে আমরা করি ১৩০-৪০ রান। আমাদের সেই অভ্যাস নেই (বড় রান করা) এবং এটাই বাস্তবতা, আশা করি সামনের দিনগুলিতে আমাদের ঘরের অবস্থা আরও ভালো হবে এবং সেই সময়ে আমরা বড় রান তাড়া করতে পারব এবং ডিফেন্সও করতে পারব।’

দেশের মাটিতে বাজে উইকেটের আক্ষেপ দীর্ঘ দিনের। যার হাতে এই দায়িত্ব মিরপুরের হোম অব ক্রিকেটে হেড কিউরেটর গামিনি ডি সিলভা দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও পরিবর্তন আনতে পারছেন না উইকেটের। তাকে ঘিরে আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বহাল তবিয়তেই দায়িত্বে আছেন এই লঙ্কান কিউরেটর। তাকে পরিবর্তন করলে আরও ভালো উইকেট নিশ্চিত হবে কিনা জানতে চাইলে এই পেসার বলেন, ‘সিদ্ধান্ত বোর্ডের হাতে থাকলেও এটা হতে পারে।’ তবে এরমধ্যেই দেশে ফিরে আরও ভালো উইকেট তৈরির কথা তারা ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন বলে জানান তাসকিন, ‘আমরা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছি (ভাল উইকেট তৈরি করতে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য) এবং বোর্ড এটা নিয়ে চিন্তাভাবনা করছে। বোর্ড আমাদের আরও ভাল অবস্থার জন্য সাহায্য করবে।’

ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক’দিন আগে তিনিও জোর দিয়েছেন দেশের মাটিতে বিশ্বমানের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ উইকেট বানাতে। তবে এতদিনের এত এত আলোচনা সত্ত্বেও এখনও বহাল তবিয়তে আছেন গামিনি। সহসা তাকে বাদও দিতে পারছে না বিসিবি। হাতে বিকল্পও যে নেই। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে গামিনির। এর মাঝের সময়ে কিউরেটর হিসেবে নতুন মুখ খোঁজার আশ্বাসও দিয়েছেন ফারুক, ‘আসলে গামিনি যে উইকেট বানাতে পারে না এমন না। অনেক সময় দলের চাওয়া, কোচের চাওয়া এসব থাকে। ওর চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। চুক্তি বাতিল করা যায় চাইলে, এটা কঠিন কোনো ব্যাপার না। আমাদের আসলে (সাবেক কিউরেটর টনি হেমিং) হেমিং, দুইজন ভারতীয় এসেছিলেন তারা চলে গেছেন। আমাদের আগের কিউরেটরদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের এখানে কিউরেটররা কেন আসবে? আমাদের এখানে আসলে গ্রাউন্ডসম্যান বা গ্রাউন্ডসস্টাফ আছে, কিউরেটর খুব বেশি নাই আমাদের। যাদের সয়েল সাইন্সের জ্ঞান আছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম আমরা খোঁজার চেষ্টা করছি।’

এবার দেখা যাক এই ধাক্কায় উইকেটে পরিবর্তন আনতে পারেন গামিনি না তার মসনদেই আসে পরিবর্তন!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
টিভিতে দেখুন
অকালেই ঝরে গেল স্পিনারের প্রাণ
পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮
নেপালের ফ্র্যাঞ্চইজি কাবাডিতে বাংলাদেশের ৬
আরও

আরও পড়ুন

৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে

সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা

সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা

জুলাই হত্যা : কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা

জুলাই হত্যা : কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা

বাউফল থেকে ৫০ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার

বাউফল থেকে ৫০ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যা আছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে

যা আছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে

ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভোট চাওয়া তাহসানের ভিডিও ভাইরাল

ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভোট চাওয়া তাহসানের ভিডিও ভাইরাল

কাতারের কাছে মার্কিন নিষেধাজ্ঞা তোলার আর্জি সিরিয়ার

কাতারের কাছে মার্কিন নিষেধাজ্ঞা তোলার আর্জি সিরিয়ার

সীমান্ত দিয়ে পাচারকালে ৭টি ভারতীয় গরু জব্দ

সীমান্ত দিয়ে পাচারকালে ৭টি ভারতীয় গরু জব্দ

১৫ পুলিশ হত্যা মামলা : কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে

১৫ পুলিশ হত্যা মামলা : কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে

পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন করেন কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ

পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন করেন কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ

সুপ্রিম কোর্টে আরও এক হেল্পলাইন চালু, মিলবে আইনি সেবা

সুপ্রিম কোর্টে আরও এক হেল্পলাইন চালু, মিলবে আইনি সেবা

চলতি সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

চলতি সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

ভারতের ছত্তিশগড়ে সেপটিক ট্যাংক থেকে সাংবাদিকদের লাশ উদ্ধার

ভারতের ছত্তিশগড়ে সেপটিক ট্যাংক থেকে সাংবাদিকদের লাশ উদ্ধার

বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

ছাত্রদল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে : শিবির সভাপতি

ছাত্রদল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে : শিবির সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ

জকিগঞ্জের সন্তানরা বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছে : ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ

জকিগঞ্জের সন্তানরা বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছে : ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ