ক্রিকেটে দুর্ভাগ্যের সংখ্যা '৫৫৬'!
১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ এএম
ইংল্যান্ডের বিপক্ষে মুলতানের সিরিজের প্রথম টেস্টের লজ্জাজনক এক হারের স্বাদ পেয়েছে স্বাগতিক পাকিস্তান। রেকর্ডের বন্যা বসিয়ে ইংলিশদের জয় যেমন স্মরণীয়, ঠিক তেমনই বাবর আজমরা অবিশ্বাস্য এক হারে গড়েছেন লজ্জার সব রেকর্ড। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বোধহয় প্রথম ইনিংসে ৫০০ করার পরেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস হারের গ্লানি।
তবে প্রথম ইনিংসে অপয়া সেই সংখ্যাটাই কি দুর্ভাগ্য বয়ে আনলো পাকিস্তানের জন্য?৫৫৬।যে স্কোর গড়ে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি কোন দল।
এই শতকে শুধু পাকিস্তান নয়, আরও দুটি দল এক ইনিংসে ৫৫৬ রান করেও হেরেছে। যার একটি বাংলাদেশ, অন্যটি অস্ট্রেলিয়া। ২০০৩ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ডাবল সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। তবে শেষ পর্যন্ত ভারতের কাছে তারা হারে ৪ উইকেটে।
বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটে ২০১২ সালে, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের একটু পার্থক্য আছে। বাংলাদেশ এই রান তুলেছিল নিজেদের প্রথম ইনিংস আর টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেই টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৫২৭ রান। এরপরও এই টেস্টে বাংলাদেশ হারে ৭৭ রানে। পাকিস্তান আবার সবার চেয়ে এগিয়ে—তারা হেরেছে ইনিংস ব্যবধানেই!
প্রথম ইনিংসে শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত ২০৩, দিনেশ রামদিনের অপরাজিত ১২৬ ও কিয়েরন পাওয়েলের ১১৭ রানের ইনিংসে ভর করে ১৪৪ ওভারে ৪ উইকেটে ৫২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে নাঈম ইসলামের ১০৮, নাসির হোসেনের ৯৬, সাকিব আল হাসানের ৮৯, তামিম ইকবালের ৭২ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৬২ রানের ইনিংসে ভর করে ১৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৫৬ রান করে। লিড পায় ২৯ রানের।
এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭৪.২ ওভারে ২৭৩ রানে অলআউট হয়। পাওয়েল এই ইনিংসেও সেঞ্চুরি (১১০) করেন। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৪৫ রান।
কিন্তু টিনো বেস্টের বোলিং তোপে ৫৪.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৬৭ রানে। তাতে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও হার মানে ৭৭ রানে। যা এই শতাব্দীতে দ্বিতীয় নজির ছিল।
এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ইনিংস ব্যবধানে হেরে সেই নজিরে নিজেদের নাম যুক্ত করলো পাকিস্তানও।
দেশের মাটিতে এই নিয়ে টানা ১১ টেস্ট জয়হীন পাকিস্তান। নিজেদের মাঠে এই সংস্করণের শেষবার তারা জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাটিতে পাকিস্তান অতীতে আর একবারই টানা ১১ টেস্ট জয়হীন ছিল। ১৯৬৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৭৫ সালের মার্চ পর্যন্ত। ওই খরা চলাকালীন পাকিস্তান ড্র করেছিল ১০ টেস্ট। হেরেছিল কেবল একটিতে। তবে এবার তাদের অবস্থা একেবারে সঙিন। চারটি ড্র করলেও হেরেছে বাকি সাতটিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি