দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন বাবর
১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম
দলের সবচেয়ে বড় তারকা তিনি। দীর্ঘ দিন ধরে সেই বাবর আজমের ব্যাটে নেই রান। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনো ফিফটি নেই তার নামের পাশে। যার প্রভাব পড়েছে দলের পুরো ব্যাটিং অর্ডারে। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে প্রথম ইনিংসে সাড়ে পাঁচশোর্ধো রানের পরও ইনিংস ব্যবধানে পরাজয়ের ঐতিহাসিক গ্ল্যানিটা তাই গিয়ে পড়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের উপর।
মঙ্গলবার থেকে মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে তাই বাদ পড়তে পারেন বাবর আজম। গণমাধ্যমের খবর, পাকিস্তান দলের নতুন নির্বাচন কমিটি বাবরকে বাদ দেওয়ার সুপারিশ করেছে।
শুক্রবার ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বিব্রতকর ঐ পরাজয়ের খানিক পরই নতুন নির্বাচক কমিটির বৈঠক হয় লাহোরে। পরের দিন মুলতানেও নির্বাচকদের বৈঠক হয়। এরপর বাবরকে দল থেকে বাদ দেওয়ার কথা ওঠেছে। তবে দলের অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি বাবর আজমকে সমর্থন করছেন।
মুলতান টেস্টে হারের পরও বাবরকে রক্ষা করে মাসুদ বলেছিলেন, বাবর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। তবে এটা বোঝা যায় যে নির্বাচক কমিটি সম্মিলিতভাবে মনে করেছিল যে বাবর আজম জাতীয় দল থেকে দূরে থাকলে দলের লাভ হবে। এটার কারণ হল নির্বাচক কমিটি মনে করে রান করা এখনও বাবর আজমের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে।
পাকিস্তান দলের নতুন নির্বাচক কমিটিতে রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলি, সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার, বিশ্লেষক হাসান চিমা এবং যে ফর্ম্যাটের জন্য দল নির্বাচন করা হচ্ছে তার অধিনায়ক ও প্রধান কোচ।
তবে, বোঝা যাচ্ছে শুক্রবার নির্বাচক কমিটির বৈঠকে শান মাসুদ বা কোচ জেসন গিলেস্পি ছিলেন না। সব নির্বাচকরা শনিবার মুলতানে গিয়েছিলেন অধিনায়ক ও কোচের পাশাপাশি পিসিবি কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে দেখা করতে। শনিবার অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন উপদেষ্টা বাবরকে দলে রাখার পক্ষে থাকলেও সংখ্যাগরিষ্ঠের মতামত ছিল তাকে দলের বাইরে রাখার।
গত দুই বছর ধরে ফর্মের সঙ্গে লড়ছেন বাবর। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া কায়েদ-ই-আজম ট্রফিতে খেলে নিজেকে শানিয়ে নিবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ২০১৯ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ম্যাচ খেলেননি বাবর।
মুলতানের সড়কের মতো উইকেটে ব্যাটসম্যানরা খেলেছেন ট্রিপল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি ও অনেকগুলো সেঞ্চুরি ইনিংস। সেখানে দুই ইনিংসে ৩৫ রান করতে পারেন বাবর। সবশেষ ১৮ ইনিংসে টেস্টে ফিফটি নেই তার।
২০১৯ থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত, বাবর আজম ২৫ টেস্টে বাবর রান করেছেন ৬২ গড়ে। যার মধ্যে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি। তবে এরপর থেকে তাঁর খারাপ সময় শুরু হয়। এমন অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে তাকে দলে রাখা হবে কিনা সেটাই আগ্রহের বিষয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২