সাকিব ইস্যুতে এবার যা বললেন ক্রীড়া উপদেষ্টা
১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফেরার পর তার নিরাপত্তার প্রসঙ্গটা কোনো ভাবেই যেন পিছু ছাড়ছে না। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শনে এসে তাই আবারও সেই পুরোনো প্রশ্নের সম্মুখিন হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের মতো কুটনৈতিক জবাবই দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আসিফ। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন, তিনি বাংলাদেশের নাগরিক। আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।’
‘আমি যতটুকু জানি দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বার (বাধা) থাকার কথা না। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় বলতে পারবে। কারণ আমি বিশেষজ্ঞও নই এবং আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও নেই।’
ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী লীগ সকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গত ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় তার নামে। আর সেই কারণেই সাকিবের দেশে আসতে যত সংশয়। সম্প্রতি তার বিরুদ্ধে মিরপুর স্টেডিয়ামে দেওয়াল লিখনও হয়েছে। এসব কারণে সাকিব দেশে এলে গ্রেপ্তার এড়াতে পারলেও জনরোষ ঠেকানো নিয়েও রয়েছে সংশয়।
এ নিয়ে নিজের মন্তব্যে আসিফ বলেন, ‘দেওয়াল লিখনের বিষয়টা সামাজিক মাধ্যমে আমার চোখেও পড়েছে। যারা লিখেছেন, গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার তাদের আছে। যেকোনো কিছু করার অধিকার তারা রাখেন, তবে সেই অধিকার যেন কারোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে না দেয়। যদি আইনগত কোনো বিষয় থাকে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। এখানে দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। বিদেশি অতিথিরা যেন অনিরাপদ মনে না করেন।’
সাকিব আল হাসানের দেশে আসতে কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা নেই। এখন পর্যন্ত তো আসলে এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। আইন উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন।’
আগের সুরেই আসিফ আবারও বলেন, ‘নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। ক্রিকেটারদের নিরাপত্তাও দেখবে রাষ্ট্র। আবেগের জায়গাটা অবশ্যই আছে। একটা আন্দোলন হয়েছে, আগের ফ্যাসিবাদি সরকারের সঙ্গে সাকিব আল হাসানের একটা সম্পর্ক রয়েছে, সেটা তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। সেটা অন্য বিতর্ক।’
এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসরের ইচ্ছা পোষণ করেছেন সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২