৫ স্পিনার নিয়ে ব্যাটিংয়ে পাকিস্তান, ফিরলেন স্টোকস
১৫ অক্টোবর ২০২৪, ১১:১৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১১:১৭ এএম
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নাকানিচুবানির পর দ্বিতীয় টেস্টের একাদশে আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান। বিশেষজ্ঞ ও অলরাউন্ডার মিলিয়ে একাদশে তারা রেখেছে পাঁচজন স্পিনার। ইংল্যান্ড দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস।
মুলতানে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে বাটিং বেছে নিয়েছে পাকিস্তান। আগের দিন একাদশ জানিয়ে দেয় তারা।
একাদশে বিশেষজ্ঞ কোনো পেসার নেই। আছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। দলে তিন বিশেষজ্ঞ স্পিনার- বাঁহাতি স্পিনার নোমান আলি, লেগ স্পিনার জাহিদ মাহমুদ ও অফ স্পিনার সাজিদ খান। আরও স্পিন প্রয়োজন হলে আছেন দুই স্পিনিং অলরাউন্ডার কামরান গুলাম ও সালমান আলি আঘা।
প্রথম টেস্ট যে পিচে হয়েছিল, দ্বিতীয় ম্যাচও হচ্ছে সেই একই পিচে। যেখানে প্রথম টেস্টে রানের অনেকগুলো রেকর্ড গড়ে ইংল্যান্ড। শুরু থেকে ব্যাটারদের একক আধিপত্যের পর চতুর্থ দিনের শেষ সেশনের সময় পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই পাল্টে যায় ম্যাচের গতিপথ।
তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২২০ রানে। একমাত্র ইনিংসে ৮২৩ রান করে ইনিংস ঘোষণা করা ইংল্যান্ড জয় পায় ইনিংস ও ৪৭ রানে। প্রথম ইনিংসে পাঁচশোর্ধো রান করেও ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ইনিংস ব্যবধানে হারে কোনো দল।
ওই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। ফিটনেস কিংবা ফর্মজনিত কারণে দুজনকে স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে তাদের সামনের সারির স্পিনার আবরার আহমেদ থাকলেও, অসুস্থতার কারণে টেস্ট চলাকালেই তাকে যেতে হয় হাসপাতালে। এই টেস্টে তিনিও নেই।
ব্যাটিং বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন একটি। টানা বাজে ফর্মে থাকায় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারকা ব্যাটসম্যান বাবর আজমকে। তার জায়গায় খেলবেন অভিষেকের অপেক্ষায় থাকা কামরান।
ম্যাচে অধিনায়ক শান মাসুদ অথবা মোহাম্মদ রিজওয়ান হাত না ঘোরালে প্রথমবারের মতো পুরুষদের টেস্টে মাত্র এক পেসার নিয়ে খেলবে পাকিস্তান।
গত আগস্টে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেডে’ খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন স্টোকস। ইনজুরির কারনে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিনটি টেস্ট এবং গেল সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলেননি তিনি।
ইনজুরি থেকে সুস্থ হলেও ম্যাচ খেলার জন্য ফিট না থাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার ঝুঁকি নেননি স্টোকস। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েই ফিরতে যাচ্ছেন এ বছরের জুলাইয়ে সর্বশেষ বড় ফরম্যাটে খেলা এই অলরাউন্ডার।
স্টোকস ফেরায় প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ক্রিস ওকস। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার গাস অ্যাটকিনসনকে। তার জায়গায় খেলবেন ডারহাম পেসার ম্যাথু পটস।
প্রয়োজন হলে একাদশে তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যাবে স্টোকসকে।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, আমের জামাল, নোমান আলি, সাজিদ খান, ও জাহির মাহমুদ।
ইংল্যান্ড একাদশ: জ্যাত ক্রলি, বেডন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ম্যাথিউ পট, ব্রেইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বশির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ