সেদিকুল্লাহর ঝড়ে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম
হাতে উইকেট রেখেও সংগ্রহটা বাড়াতে পারেননি সাইফ হাসান-তাওহিদ হৃদয়রা। চ্যালেঞ্জিং সংগ্রহটা মামুলি হয়ে গেল সেদিকুল্লাহ আটালের ঝড়ো ইনিংসে। বাংলাদেশ ‘এ’ দলকে হতাশায় ডুবিয়ে দুর্দান্ত জয় পেল আফগানিস্তান ‘এ’ দল।
ইমার্জিং টিমস এশিয়া কাপে রোববার বাংলাদেশকে ৪ উইকেটে হারায় আফগানরা। ১৬৫ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে পূরণ করে তারা। হার না মানা ৯৫ রানের ইনিংসে জয়ের নায়ক সেদিকউল্লাহ।
টানা দুই ম্যাচে আফগানদের জয়ের নায়ক এই ওপেনার। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮৩ রানের ইনিংস। এবার ৯৫ রান করলেন স্রেফ ৫৫ বলে, ৯ চার ও ৫ ছক্কায়।
প্রথম ম্যাচে হংকংকে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্য্যাচেই পেল পরাজয়ের তেতো স্বাদ। সেরা চারে খেলার সম্ভাবনা অবশ্য এখনও টিকে আছে। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট।
টসে হেরে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতেই হোঁচট খায় জিশান আলমকে (৭ বলে ৪) হারিয়ে। এরপর সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনের জুটিতে এসেছে ৪১ বলে ৫৬ রান। পারভেজ হাতখুলে খেললেও খোলোসবন্দী ছিলেন সাইফ।
২ রানের ব্যবধানে আউট হন দুজনই। পারভেজ যেখানে খেলেন ৩২ বলে ৪টি করে ছক্কা চারে ৫৪ রানের ইনিংস সেখানে ১৯ বলে স্রেফ ১৬ রান করে আউট হন সাইফ।
আকবর আলিও আউট হন ৭ বলে ৪ রান করে। বাকি সাড়ে সাত ওভার কাটিয়ে দেন হৃদয় ও শামিম হোসেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি থেকে আসে ৪৫ বলে ৭০ রান।
প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি হৃদয়। জাতীয় দলের এই ব্যাটার দুটি করে ছক্কা-চারে ৪২ রান করেছেন ৩১ বলে। শামিম খেলেছেন ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় আফগানরা। ১৩ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৯৪। মূলত সেদিকউল্লাহর কাছেই হেরে গেছে বাংলাদেশ। এক প্রান্ত আগলে ঝড় তোলেন এই ওপেনার। অন্য প্রান্তে এই ওপেনারকে একটু একটু করে সঙ্গ দিয়েছেন বাকিরা।
শেষ ওভারে দরকার ছিল ৬ রান। আবু হায়দারকে উড়িয়ে বাইন্ডারিছাড়া করে জয়ের বন্দরে নিয়ে যান সাদিকউল্লাহই।
আগের ম্যাচে ১৭ রানে ৪ উইকেট নেওয়া রিপন এদিন ২৬ রানে ধরেন ২ শিকার। পরপর দুই ম্যাচেই খরুচে বোলিং করেন আবু হায়দার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৬৪/৪ (পারভেজ ৫৪, জিসান ৪, সাইফ ১৬, হৃদয় ৪২*, আকবর ৪, শামীম ৩৮*; বিলাল ৪-০-৪৩-১, ঘাজানফার ৪-০-৩৮-০, ফারিদুন ২-০-১৫-০, কাইস ৪-০-২৬-১, জানাত ৪-০-৩২-১, শারাফউদ্দিন ২-০-৯-১)
আফগানিস্তান ‘এ’ দল: ১৯.১ ওভারে ১৬৫/৬ (আকবারি ১৬, সেদিকউল্লাহ ৯৫*, রাসুলি ৫, জানাত ৯, শাহিদউল্লাহ ১৯, ইশহাক ১০, শারাফউদ্দিন ১, কাইস ২*; রিপন ৪-০-২৬-২, আলিস ৪-০-২৯-২, রাকিবুল ৩-০-৩১-০, আবু হায়দার ৩.১-০-৩৭-১, সাইফ ৩-০-২০-০, শামীম ২-০-১৯-১)
ফল: আফগানিস্তান ‘এ’ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সেদিকউল্লাহ আটাল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত