৪৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের
২১ অক্টোবর ২০২৪, ১১:৪৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১১:৪৩ এএম
রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন। ৪৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলাদেশ।
বল লিটনের ব্যাটে লেগে বেরিয়ে যাচ্ছিল দ্বিতীয় ও তৃতীয় স্লিপের মাঝ দিয়ে। বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচটি নেন ট্রিস্টান স্টাবস।
উইকেটে জয়ের (১৫*) নতুন সঙ্গী মিরাজ।
সবশেষ: বাংলাদেশ ২১.৪ ওভারে ৫৪/৫
মুশফিকের স্টাম্প উড়িয়ে রাবাদার ৩০০
ব্যাটাসম্যানদের আসা-যাওয়ার মিছিয়ে যোগ দিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তার স্টাম্প উড়িয়ে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
৪০ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। রাবাদার অফ সাইডে পিচ করা বলটি দ্রুত ভেতরের দিকে আসে। মুশফিকের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে।
দক্ষিণ আফ্রিকার পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রাবাদা। আগের চার বোলারও পেসার। তারা হলেন- অ্যালান ডোনাল্ড, শন পোলক, মাখায় এনটিনি, মরনে মরকেল ও ডেল স্টেইন।
বাংলাদেশের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জয় (৬২ বলে ১৫*)। তার নতুন সঙ্গী লিটন দাস (১১ বলে ০*)।
সবশেষ স্কোর: বাংলাদেশ ১৮ ওভারে ৪ উইকেটে ৪৪।
শুরুতেই বাংলাদেশের ব্যাটিং ধ্বস
টসে জিতে ব্যাটে নেমে শুরুটা একদম ভালো হলো না বাংলাদেশের। দক্ষিন আফ্রিকার পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
২১ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলাদেশ।
মুল্ডারের প্রথম ও দলীয় দ্বিতীয় ওভারে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন সাদমান ইসলাম। শুরু থেকে নড়বড়ে দেখানো মুমিনুল হক আউট হন মুল্ডারের পরের ওভারে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়ে। নিজের টানা তৃতীয় ওভারে বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তকে শর্ট মিড-উইকেটে ক্যাচ বানিয়ে ফেরান ডানহাতি এই পেসার।
সবশেষ স্কোর: বাংলাদেশ ১০ ওভারে ৩ উইকেটে ৩০। ব্যাটে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় (১২*) ও নতুন ব্যাটার মুশফিকুর রহিম (২*)।
দ. আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। সাদা পোষাকে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে কিপার-ব্যাটার জাকের আলির।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার বেলা দশটায়।
উইকেটের কথা মাথায় রেখে এক পেসার হাসান মাহমুদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাবে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ছাড়াও আছেন মেহেদি হাসান।
জাকের আলী টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪ শতক ও ১৯ ফিফটিতে ২ হাজার ৮৬২ রান আছে তার।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
আগের দিন স্টেডিয়াম এলাকায় চলেছে সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া। এ কথা মাথায় রেখেই আজ রাখা হয়েছে স্টেডিয়ামের আশেপাশে এলাকায় ব্যাপক নিরাপত্তা। এককথায় নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিপুল নিরাপত্তার মধ্যেই মাঠে এসেছে দুই দল।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইল ভেরেইনা (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্লট দুর্নীতি : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা