আবারও ব্যর্থ শান্ত
২২ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম
শুরুতে দুই উইকেট হারানোর পর দরকার ছিল লম্বা জুটিতে তীব্র প্রতিরোধ গুড়ে তোলা। সেই পথেই এগুচ্ছিল দল। কিন্তু তাতে ছেদ ঘটালেন নাজমুল হোসেন শান্ত। তাকে লেগ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি ভাঙলেন কেশব মহারাজ।
৪৯ বলে ২৩ রান করে ফিরলেন শান্ত। ২০২৪ সালে ১৩ ইনিংসে শান্তর ব্যাটিং গড় ২০.৯২!
৫৯ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনও বাংলাদেশকে করতে হবে ১২৬ রান।
ক্রিজে মাহমুদুলের (৩২*) সঙ্গে যোগ দিয়েছেন মুশফিক (১২*)।
দ. আফ্রিকার বিশাল লিডের সামনে ৫ রানে নেই ২ উইকেট বাংলাদেশের
অবশেষে কাইল ভেরেইনা বাধা ভাঙতে পেরেছে বাংলাদেশ। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা পেয়ে গেছে দুইশ’র্ধো রানের লিড। ইনিংস ব্যবধানে হার এড়ানো চ্যালেঞ্জে ব্যাটে নেমে শুরুতেই দুই টপ-অর্ডারকে হারিয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার হিসেবে ভেরেইনাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। প্রথম ইনিংসে প্রটিয়ারা করে ৮৮.৪ ওভারে ৩০৮ রান। প্রথম ইনিংসে তাদের লিড ২০২ রানের।
৮ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ১১৪ রান করেন ভেরেইনা। ভিয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৪ রান। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ১১৯ রান।
দশ নম্বরে নেমে ৮৭ বলে ৩২ রান করেন ডেন পিট। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা।
দ্বিতীয় দিনের ৪৭.৪ ওভারে ৪ উইকেটের বিপরীতে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম ৬ উইকেট থেকে আসে ১০৮ রান। আর শেষ ৪ উইকেট মিলিয়ে করে ২০০ রান।
জবাবে তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন কাগিসো রাবাদা। শর্ট লেগে ক্যাচ দেন সাদমান, দুই বল পর তৃতীয় স্লিপে আটকা পড়েন মুমিনুল। ৪ রানে ২ উইকেট নেই হয়ে যায় বাংলাদেশের!
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৩ ও মেহেদী হাসান মিরাজের শিকার ২টি।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৭ ওভারে ২ উইকেটে ১৯ রান তুলে চা বিরতিতে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে পাঠাতে শান্ত বাহিনীকে এখনও করতে হবে ১৮৩ রান।
ব্যাটে আছেন মাহমুদুল (১১*) ও শান্ত (৫*)।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮ (আগের দিন ১৪০/৬) (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিট ৩২, রাবাদা ২*; হাসান ১৯-২-৬৬-৩, মিরাজ ১৫.৪-০-৬৩-২, তাইজুল ৩৬-৩-১২২-৫, নাঈম ১৮-১-৪৯-০)।
ডি ভিলিয়ার্স-ডি ককের পর ভেরেইনা
দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে এশিয়ায় সেঞ্চুরি করলেন কাইল ভেরেইনা। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে এই কীর্তি গড়েন তিনি।
ভেরেইন১৩২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন এই ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার। মূলত তার ব্যাটে ভর করেই বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে প্রটিয়ারা।
ভেরেইনার আগে এশিয়ায় সেঞ্চুরি করেছিলেন দুজন দক্ষিণ আফ্রিকান- ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স, আর ২০১৯ সালে বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে ১১১ রান করেছিলেন কুইন্টন ডিক কক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৯ উইকেটে ৩০২ রান। ১৪০ বলে ১০৮ রানে ব্যাট করছেন ভেরেইনা। দার শেস সঙ্গী হিসেবে আছেন কাগিসো রাবাদা। ইতোমধ্যে দলীয় লিড ১৯৬ রানের।
প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার
মিরপুরে দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের উপর খব একটা ছড়ি ঘোরাতে পারল না বাংলাদেশের বোলাররা। পুরো সেশনে স্বাগতিকদের অর্জন কেবল ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৩ রান।
হাতে এখনও ২ উইকেট নিয়ে কাইল ভেরেইনার ব্যাটে লিড বাড়াচ্ছে সফরকারীরা। প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান, লিড ১৩৭ রানের।
দারুণ ব্যাটিং করছেন ভেরেইনা। ১০৫ বলে ৭ চারে ৭৭ রানে অপরাজিত এই মিডলঅর্ডার। তার সঙ্গী ডেন পিট ৬ রানে ব্যাট করছেন। নবম উইকেটে তাদের জুটি ৩৬ বলে ১৬ রানের।
এই সেশনের দুটি উইকেটই নিছেন হাসান মাহমুদ। টানা দুই বলে তিনি ফেরান আগের দিনের অপরাজিত ব্যাটার উইয়ান মুল্ডার (৫৪) ও কেশব মহারাজকে।
জোড়া আঘাতে জুটি ভাঙলেন হাসান
অবশেষে মুল্ডার-ভেরেইনার রেকর্ড জুটি বিচ্ছিন্ন করতে পারল বাংলাদেশ। মুল্ডারকে স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে ১১৯ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ। পরের বলে কেশব মহারাজের অফ স্টাম্প উড়িয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।
মুল্ডার ফিরেছেন ১১২ বলে ৫৪ রান করে। ৭৪ রানে ব্যাট করছেন ভেরেইনা।
সবশেষ: দক্ষিণ আফ্রিকা ৬৬ ওভারে ২৩৫/৮। লিড ১২৯ রানের।
মুল্ডার-ভেরেইনার রেকর্ড জুটি
দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট জুটি বিচ্ছিন্ন করতে পারছে না বাংলাদেশ। ইতোমধ্যে এই জুটি বাংলাদেশের বিপক্ষে গড়েছে রেকর্ড। দলীয় সগ্রহও দুইশ’ পেরিয়েছে।
মিরপুরে প্রথম ঘণ্টা পুরোপুরি নিজেদের করে নিয়ে মুল্ডার-ভেরেইরান জুটি গড়েছে ৯৩ রানের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৮০ রানের জুটিতেও ছিলেন মুল্ডার। ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন তিনি।
সবশেষ: প্রথম সেশনের পানি পানের বিরতির সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২০১। লিড ৯৫ রানের।
ভেরেইনা ৭৫ বলে ৫৬ রানে ও মুল্ডার ৮৪ বলে ৪০ রানে ব্যাট করছেন।
নিজেদের প্রথম ইনিংসে সোমবার প্রথম দিন প্রথম সেশনে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
মোক্ষম চাল রাশিয়ার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬