জাকেরের বিদায়ে রেকর্ড জুটি ভাঙার পর বৃষ্টির হানা
২৩ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
বাংলাদেশকে ইনিংস পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে ফিরলেন জাকের আলি। কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন এই মিডলঅর্ডার। তার বিদায়ে ভাঙে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে রেকর্ড ১৩৮ রানের জুটি।
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে কেবল ২ রান করা জাকের দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৮ রান।
১১২ রানে ৬ উইকেট পতনের পর মিরাজ-জাকেরের ২৪৫ বলে ১৩৮ রানের এই জুটিই টেস্টে যে কোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।
একই ওভারে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচেছেন মিরাজের নতুন সঙ্গী নাঈম হাসান। দুজনের জুটি যখন ২৯ বলে ১৭ তখন হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে।
আবহাওয়ার যা পুর্বাভাস, তাতে বৃষ্টির বাধায় এই ম্যাচ ড্র হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
সবশেষ স্কোর: দ্বিতীয় ইনিংসে ৮০ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৭ উইকেটে ২৬৭ রান। ১৫৫ বলে ৭৭ রানে ব্যাট করছেন মিরাজ, ১২ রানে মেহেদি।
মিরাজ-জাকেরের ব্যাটে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
মেহেদি হাসান মিরার আর জাকের আলির ব্যাটে মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। দক্ষিন আফ্রিকার বোলারদের সামলে ৮৮ রানের াবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুই মিডলঅর্ডার।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে আর ১ রানে পিছিয়ে স্বাগতিকরা।
১০৭ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫৫ রানে ব্যাট করছেন মিরাজ। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত আছেন অভিষিক্ত জাকের।
৯৪ বলে ক্যারিয়ারের নবম ফিফটি পূরণ করেন মিরাজ। ভারত সফরে রান না পেলেও পাকিস্তান সফরের দুই টেস্টে দুটি ফিফটি করেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। সেই ফিফটি দুটোও এসেছিল দলের বিপদের সময়ে।
৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মুহূর্তেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২! একে একে ফেরেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও লিটন দাস। তখন চোখ রাঙাচ্ছিল ইনিংস হার। তখনও বাংলাদেশ পিছিয়ে ছিল ৯০ রানে।
এরপরই ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে দৃশ্যপটে আসেন মিরাজ। এসময় তিনি পাশে পান অভিষিক্ত জাকেরকে। দুইজনেই দারুণ সব শট উপহার দিয়ে গড়ে তুলেছেন পাল্টা প্রতিরোধ।
লিটনের বিদায়ে ফিরল পুরোনো স্মৃতি
কেশব মহারাজের বলে ডিফেন্স করতে গিয়ে কট বিহাইন্ড হলেন লিটন দাস। ষষ্ঠ উইকেট হারালো বাংলাদেশ। দক্ষিন আফ্রিকাকে ব্যাটে পাঠাতে আরও ৭৫ রান করতে হবে বাংলাদেশকে।
২০২১ সালে এই মিরপুরেই প্রথম ইনিংসে ৩০০ রান তুলে ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এবার ৩০৮ রান করেও একই সুবাস পাচ্ছে দক্ষিন আফ্রিকা।
সবশেষ: বাংলাদেশ ৬ উইকেটে ১৩১। ব্যাটিংয়ে মিরাজ (১২*) ও জাকের (৬*)।
শুরুতেই জয় ও মুশফিককে হারাল বাংলাদেশ
দিনের তখন কেবল চতুর্থ ওভার। কাগিসো রাবাদার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদুল হাসান জয়। এক বল পরে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের স্টাম্প ছত্রখান করে দিলেন দক্ষিণ আফ্রিকা পেসার। মিরপুর টেস্টে ইনিংস ব্যববধানে হারের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশও।
৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ৯৬ রান দরকার।
আগের দিনের ইনিংসের সাথে নামের পাশে এদিন ২ রান করে যোগ করতে পেরেছেন জয় ও মুশফিক। সব মিলিয়ে জয় আউট হয়েছেন ৯২ বলে ৫ চারে ৪০ রান করে। প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রান পূর্ণ করা মুশফিক আউট ৩৩ রানে।
নতুন দুই ব্যাটার লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল স্রেফ ১০৬ রানে। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।
দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের