বৃষ্টি-বিঘ্নিত দিনের নায়ক মিরাজ
২৩ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। বৃষ্টি-বিঘ্নিত দিনের নায়ক মেহেদি হাসান মিরাজ। মূলত তার ব্যাটেই ইনিংস পরাজয় এড়িয়ে উল্টো লিড নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসের ৮০তম ওভার শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ২০ মিনিট মতো পর আবার খেলা শুরু হলে আলোক স্বল্পতায় ৫ ওভারের বেশি চালিয়ে নেওয়া যায়নি। এসময় বাংলাদেশের স্কোর ছিল ৭ ওভারে ২৮৩ রান।
অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে মিরাজ অপরাজিত আছেন ১৭১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৭ রানে। তার সঙ্গী নাঈম হাসান ২৮ বলে ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
সব মিলিয়ে এদিন খেলা সম্ভব হয়েছে ৫৭.৫ ওভার। যেখানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করল ১৮২ রান। ১০১ রানে পিছিয়ে দিন শুরু করা বাংলাদেশ দিন শেষে করেছে ৮১ রানে এগিয়ে থেকে।
৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মুহূর্তেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২! দিনের পঞ্চম ওভারে কাগিসো রাবাদার শিকার হন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। খানিক পর কেশব মহারাজের শিকার হয়ে লিটন দাসও একই পথ ধরলে চোখ রাঙাচ্ছিল ইনিংস হার। তখনও যে ৯০ রানে পিছিয়ে বাংলাদেশ।
এরপরই ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে দৃশ্যপটে আসেন মিরাজ। এসময় তিনি পাশে পান অভিষিক্ত জাকের আলিকে। দুইজনেই দারুণ সব শট উপহার দিয়ে সপ্তম উইকেটে গড়ে তোলেন প্রতিরোধ।
কেশব মহারাজের বলে জাকের এলবিডব্লিউ হলে ভাঙে ২৪৫ বলে ১৩৮ রানের রেকর্ড জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এখন এটিই। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে কেবল ২ রান করা জাকের দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৮ রান।
জাকের ফেরার একই ওভারে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান নাঈম। শেষ পর্যন্ত এখনও মিরাজকে দারুণ সঙ্গ দিয়ে চলেছেন মূলত স্পিনার হিসেবে খেলা এই ব্যাটার।
আবহাওয়ার যা পুর্বাভাস, তাতে বৃষ্টির বাধায় এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবহাওয়া ঠিক থাকলে চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে।
প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল স্রেফ ১০৬ রানে। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭ (আগের দিন ১০১/৩) (জয় ৪০, মুশফিক ৩৩, লিটন ৭, মিরাজ ৮৭*, জাকের ৫৮, নাঈম ১৬*; রাবাদা ১৫-৪-৩৫-৪, মুল্ডার ১১-৩-২৮-০, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড