প্রথম সেশনেই বাংলাদেশের পরাজয় বরণ
২৪ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
শেষ দিনে লড়াইটা দ্বিতীয় সেশনেও নিতে পারল না বাংলাদেশ। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে মামুলি লক্ষ্য সহজেই পেরিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২২ ওভারেই।
এশিয়ায় গত ১০ বছরে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয়। সবশেষ ২০১৪ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল প্রটিয়ারা।
শুরুতে কয়েকটি উইকেট নিতে পারলে হয়ত লড়াইটা আরেকটু টেনে নিতে পারত বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ দেননি দক্ষিন আফ্রিকার দুই ওপেনার। শুরু থেকেই তারা ইতিবাচক খেলতে থাকে। দশম ওভারে এইডেন মার্করামকে (২৭ বলে ২০) বোল্ড করে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। দ্রুত রান তোলার চেষ্টায় তাইজুলকেই হাঁকাতে গিয়ে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার টনি ডি জর্জি (৫২ বলে ৪১)।
দলীয় ৯৭ রানে ডেভিড বেডিংহামকে কট বিহাইন্ড করেন তাইজুল। তাতে পরাজয়ের ব্যবধানটাই কেবল কমে। রায়ান রিকেল্টনকে নিয়ে ম্যাচ শেষ করেন ৩০ রানে অপরাজিত থাকা ট্রিস্টান স্টাবস।
প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয়বার ৩ উইকেট নেন তাইজুল।
দিনের শুরুটা করেছিল বাংলাদেশ। হাতের ৩ উইকেট নিয়ে লড়াইটা ৫ ওভারও টেনে নিতে পারেনি স্বাগতিকরা। আগের দিনের ২৮৭ রানের সাথে আর ২০ রান যোগ করে ৩০৭ রানে গুটিয়ে যায় দল।
দিনের প্রথম ওভারেই কাগিসো রাবাদার নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছেন নাঈম ইসলাম। এই উইকেট দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫বার ৫ উইকেট পূর্ণ করেন রাবাদা।
২ ওভার বাদে ভিয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাইজুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে পরের ওভারেই রাবাদার শিকার হয়ে ফেরেন মিরাজ।
৮৭ রানে দিন শুরু করা মিরাজ এদিন করতে পেরেছেন ১০ রান। ১৯১ বলে ৯৭ রানের ইনিংসটি সাজান ১০ চার ও ১ ছক্কায়।
রাবাদার করা শর্ট অফ লেংথে করা ডেলিভারিতে স্লিপে ধরা পড়েন এই অলরাউন্ডার। ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া রাবাদা এবার ৪৬ রানে নিয়েছেন ৬ উইকেট। মহারাজ ১০৫ রানে নেন ৩টি।
মূলত ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায় প্রথম ইনিংসেই। টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৬ রানে। এর সুযোগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২০২ রানের লিড নেয়।
মিরপুরের উইকেটে এত রানে পিছিয়ে লড়াই করা কঠিন। দ্বিতীয় ইনিংসে মিরাজের ব্যাটে অবশ্য লড়াইটা করতে পেরেছে বাংলাদেশ। এসময় মিরাজ পাশে পান অভিষিক্ত জাকের আলিকে। দ্বিতীয় ইনিংসে ১১২ রানে ৬ উইকেট হারানোর পর এই দুজন সপ্তম উইকেটে গড়েন ১৩৮ রানের রেকর্ড জুটি।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ রানের ইনিংস খেলা কাইল ভেরেইনা ম্যাচের নায়ক।
শেষ দিনে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করতে পারলে হয়ত লড়াইটা আরেকটু জমানো যেত। এই আক্ষেপ নিয়েই আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৯.৫ ওভারে ৩০৭ (আগের দিন ২৮৩/৭) (মিরাজ ৯৭, নাঈম ১৬, তাইজুল ৭, হাসান ৪*; রাবাদা ১৭.৫-৪-৪৬-৬, মুল্ডার ১৩-৩-৪০-১, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১০৬) ২২ ওভারে ১০৬/৩ (ডি জোর্জি ৪১, মার্করাম ২০, স্টাবস ৩০*, বেডিংহ্যাম ১২, রিকেল্টন ১*; হাসান ৫-২-১২-০, তাইজুল ১১-১-৪৩-৩, মিরাজ ২-০-১৩-০, নাঈম ২-০-২০-০, মুমিনুল ২-০-১৬-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: কাইল ভেরেইনা।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া