ইংল্যান্ডকে গুটিয়ে স্বস্তিতে নেই পাকিস্তানও
২৪ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
আবারও দুর্দান্ত বোলিং উপহার দিলেন সাজিদ খান। এসময় তাকে দারুণ সঙ্গ দিলেন আরেক স্পিনার নোমান আলি। তাদের সামনে লড়াই করতে পারলেন কেবল বেন ডাকেট ও জেমি স্মিথ। তাদের লড়াইয়ে আড়াইশ পার করতে পারে ইংল্যান্ড। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই পাকিস্তানও।
তিন ম্যাচের সিরিজ নির্ধারণী টেস্টে ২৩ ওভারে ৩ উইকেটে ৭৩ রান তুলে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। এর আগে তারা ইংল্যান্ডকে গুটিয়ে দেয় ২৬৭ রানে। দিন শেষে হাতে ৭ উইকেট নিয়ে পাকিস্তান ১৯৪ রানে পিছিয়ে।
দারুণ বোলিংয়ে ১২৮ রানে একাই ৬ উইকেট নিয়েছেন সাজিদ। নোমান নিয়েছেন ৮৮ রানে ৩ উইকেট। পাল্টা আক্রমণে স্মিথ ৬ ছক্কায় করেছেন ৮৯ রান।
সব মিলিয়ে ১৩ উইকেটের দিনে ১২ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ম্যাচের শুরু দুই প্রান্তে দুই স্পিনারের বোলিং দিয়ে। দুজন মিলেই করলেন প্রথম ৪২ ওভার। গোটা দিনে দুই দল মিলিয়ে ৯১ ওভারের ৮৮টিই করেছেনন স্পিনাররা।
দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়েছিল স্পিনারদের কাছে। এবারের শুরুটা অবশ্য মন্দ ছিল না টসে জিতে ব্যাটে নামা ইংলিশদের। ওপেনিং জুটিতে আসে ৫৬ রান। জ্যাক ক্রলিকে (৪৩ বলে ২৯) সিলি পয়েন্টে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নোমান। এরপর নিজের টানা দুই ওভারে অলি পোপ (১৪ বলে ৩) ও জো রুটকে (৬ বলে ৫) এলবিডিব্লিউয়ের ফাঁদে ফেলেন সাজিদ।
খানিক পর আরেক ওপেনার বেন ডাকেটকে (৮৪ বলে ৫২) এলবিডব্লিউ করেন নোমান। পরের ওভারে হ্যারি ব্রুককে (১৪ বলে ৫) বোল্ড করে দেন সাজিদ।
একশ রানের আগেই ৫ উইকেট হারায় সফরকারীরা। বেন স্টোকসও (১২) সাজিদের শিকার হলে ১১৮ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর সর্বোচ্চ জুটির দেখা পায় স্টেকসের দল। মূলত বোলার হিসেবে খেলা গুস অ্যাটকিনসনকে নিয়ে সপ্তম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন স্মিথ। ৭১ বলে ৩৯ রান করা অ্যাটকিনসন ফিরতি ক্যাচ দেন নোমানকে।
ওয়ানডে মেজাজে ব্যাটিং করা স্মিথকে কট-বিহাইন্ড করেন লেগ স্পিনার জাহিদ মাহমুদ। ১১৯ বলে খেলা ৮৯ রানের ইনিংসটি ৫ চার ও ৬ ছক্কায় সাজান কিপার-ব্যাটার স্মিথ।
রেহান আহমেদকে বোল্ড করে ১০ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয় ৫ উইকেট পূর্ণ করেন ডাহাতি অফস্পিনার সাজিদ। শেষ বাধা জ্যাক লিচকে (১৬) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ইংলিশদের গুটিয়ে দেন এই ৩১ বছর বয়সী।
জবাবে পাকিস্তানের দুই ওপেনার প্রথম ৯ ওভারে তোলেন ৩৩ রান। পরের ওভারে আবদুল্লাহ শাফিককে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙেন অফ স্পিনার শোয়েব বাশির।
দুই ওভার পর আরেক ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার লিচ। শর্ট মিডউইকেটে ক্যাচ দেন ব্যাটসম্যান। পরের ওভারে কামরান গুলামকে বোল্ড করে দেন পেসার অ্যাটকিনসন। আগের ম্যাচে অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যান এবার ফেরেন ৩ রানে।
বিনা উইকেটে ৩৫ থেকে দ্রুতই পাকিস্তানের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৬। সেখান থেকে দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন মাসুদ ও সাউদ শাকিল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৮.২ ওভারে ২৬৭ (ক্রলি ২৯, ডাকেট ৫২, পোপ ৩, রুট ৫, ব্রুক ৫, স্টোকস ১২, স্মিথ ৮৯, অ্যাটকিনসন ৩৯, রেহান ৯, লিচ ১৬, বাশির ১*; সাজিদ ২৯.২-৪-১২৮-৬, নোমান ২৮-২-৮৮-৩, জাহিদ ১০-১-৪৪-১, সালমান ১-০-৩-০)
পাকিস্তান ১ম ইনিংস: ২৩ ওভারে ৭৩/৩ (শাফিক ১৪, সাইম ১৯, মাসুদ ১৬*, কামরান ৩, শাকিল ১৬*; লিচ ১০-০-৩৩-১, অ্যাটকিনসন ৩-২-২-১, বাশির ৮-০-২৯-১, রুট ১-০-৩-০, রেহান ১-০-১-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া